আইপিএলে মানেই বিশ্বের কাছে নিজেকে চেনানোর প্ল্যাটফর্ম। সুযোগের সদ্ব্যবহার করে রাতারাতি তারকা খ্যাতি পাওয়া। এভাবেই কত অনামী ক্রিকেটার মুহূর্তের মধ্যে লাইমলাইটে উঠে এসেছেন। তবে, এর অন্যদিকও রয়েছে। বেশ কিছু তারকা ক্রিকেটার বেতন হিসাবে কোটি কোটি টাকা নিয়েছেন। অথচ, চলতি আইপিএলে একেবারেই ফ্লপ তাঁরা। দেখা যাক চলতি আইপিএলে কারা কারা হতাশ করলেন ভক্তদের।
১) আন্দ্রে রাসেল: পাওয়ার হিটিংয়ের শেষ কথা। আইপিএল মাতিয়ে দেওয়ার অন্যতম কারিগর। কেকেআরকে বহু ম্যাচ একার হাতেই জিতিয়েছেন। গত সংস্করণেই রাসেল ২০৪ স্ট্রাইক রেটে ৫০৪ করেছিলেন। এবারেও কেকেআর অনেক আশা নিয়ে তাকিয়ে ছিল দ্রে রাসের দিকে। তবে একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ৮ ইনিংসে তার অবদান মাত্র ৯১ রান। অতীতের ছায়া মনে হচ্ছে এবারের রাসেলকে। কেকেআরকে প্লে অফের দরজা খুলতে হলে অবশ্যই রাসেলকে ফর্মে ফিরতে হবে।
আরো পড়ুন: মোহনবাগান বাদ, শুধুই এটিকে! সৌরভের পোস্টে চরম ক্ষুব্ধ বাগান সমর্থকরা
২) গ্লেন ম্যাক্সওয়েল: চলতি আইপিএল ভুলে যেতে চাইবেন ম্যাক্সওয়েল। ১০.৭৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে ব্যাট হাতে নিজের দামের একেবারেই সুবিচার করতে পারেননি এই অস্ট্রেলীয়। ৯ ইনিংসে ৯০ রান নিশ্চয় ম্যাক্সওয়েল সুলভ নয়। কিংস স্কোয়াডে তিনি এখন কতদিন থাকেন, সেটাই দেখার।
৩) রবিন উথাপ্পা: উথাপ্পার নামের পাশে ৪৪১১ আইপিএল রান। আইপিএলের নিলামে ৩ কোটি টাকার রাজস্থান রয়্যালস কিনে নিয়েছিল কর্ণাটকি ব্যাটসম্যানকে। তবে ৮ ইনিংসে উথাপ্পার রান মাত্র ১২৮ রান। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে অবশ্য সামান্য ঝলক দেখান তিনি। ওপেন করতে নেমে ২২ বলে ঝোড়ো ৪১ করে যান। আসন্ন ম্যাচে নিজের জাত চেনাতে এরকম আরো ইনিংস খেলতে পারেন কিনা, সেটাই দেখার।
৪) কেদার যাদব: সিএসকে স্কোয়াডের তৃতীয় দামি ক্রিকেটার কেদার যাদব। টুর্নামেন্ট শুরুর আগেই সুরেশ রায়না দেশে ফিরে আসায় কেদার যাদবের উপর ভার ছিল রায়নার শূন্যস্থান পূরণ করা। তবে ৫ ইনিংসে ২০.৬৬ স্ট্রাইক রেটে যাদব করেছেন মাত্র ৬২ রান। গোটা সিএসকেকে হতাশ করেছেন কেদার। ধোনি বারবার কেদারকে ব্যাক করায় ধোনিও প্রশ্নের মুখে পড়েছেন।
৫) প্যাট কামিন্স: নিলামে কেকেআর ১৫.৫ কোটি টাকায় অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্সকে কিনেছিল। কামিন্সই চলতি টুর্নামেন্টের সবথেকে দামি ক্রিকেটার। ৮ ম্যাচে অংশ নিয়ে কামিন্স ৮.২২ গড়ে মাত্র তিনটি উইকেট দখল করেছেন। নিজের বিশাল দামের সঙ্গে যা মোটেই সঙ্গতিপূর্ণ নয়। আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গিয়েছে। বাকি টুর্নামেন্টে অজি পেসার জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
রাগ, অভিমান ভুলে রাজীব-লক্ষ্মীরতন-বৈশালীকে একসঙ্গে লড়াইয়ের বার্তা প্রসূনের
টিকা নিয়েও রাজনীতি! বর্ধমানে ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়করা, তুঙ্গে বিতর্ক
শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ বন্ধ, তার মাঝেই 'মনের বান্ধবী'র সঙ্গে ছবি পোস্ট রোশনের
"স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইতিহাস রাহুল গান্ধীকে স্মরণ করবে"
ফাইজারের করোনা টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু, চাঞ্চল্য নরওয়েতে