Advertisment

হরভজন, রায়না নেই, সিএসকেকে জেতাতে পারেন একমাত্র ধোনি! জানুন চেন্নাইয়ের শক্তি কোথায়

টুর্নামেন্টের সবথেকে বড় ধাক্কা রায়নার নাম তুলে নেওয়া। ৩৩ বছরের তারকা ক্রিকেটার দলের সঙ্গে ট্রেনিং ক্যাম্পে ছিলেন। পৌঁছেছিলেন দুবাইয়েও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

CSK IPL Team 2020 Players List, Squad: এক বছরের বেশি হয়ে গেল ধোনিকে ক্রিকেট মাঠে দেখা যায়নি। অবশেষে সমর্থকদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনি এবার নামছেন আইপিএলে। টুর্নামেন্টের শুরুর ম্যাচেই এবার ধোনির সিএসকে নামছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

Advertisment

তবে আইপিএলের আগে অনেকটাই বেআব্রু হয়ে গিয়েছে সিএসকে। বাকি দল ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকলেও চেন্নাই শিবিরে ছড়িয়ে পড়েছে কোভিড। দুই ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড, দীপক চাহার সহ ১১ জন সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। সংক্রমণের কারণে অতিরিক্ত দিন কোয়ারেন্টাইনে কাটাতে হয়েছে ক্রিকেটারদের। অনুশীলনেও নেমেছে বাকি দলগুলোর অনেক পরে।

আরও পড়ুন ধোনিকে দেখতে দাও, গেটের কাছে আকুল আর্তি! দুবাই ‘সাক্ষী’ ধোনি প্রেমের

সিএসকে পূর্ণ স্কোয়াড:

ব্যাটসম্যান- মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন/ উইকেটকিপার), শ্যেন ওয়াটসন, আম্বাতি রায়াডু, মুরলি বিজয়, ফাফ দু প্লেসিস, রুতুরাজ গায়কোয়াড, নারায়ণ জগদীশন (উইকেটকিপার)

বোলার-

পীযুষ চাওলা, কর্ণ শর্মা, শার্দূল ঠাকুর, জোস হ্যাজেলউড, ইমরান তাহির, দীপক চাহার, লুঙ্গি এনগিদি, কেএম আসিফ, মনু কুমার, আর সাই কিশোর

অলরাউন্ডার-

কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, স্যাম কুরান, মিচেল স্যান্টনার

সাপোর্ট স্টাফ-

স্টিফেন ফ্লেমিং (হেড কোচ), মিচেল হাসি (ব্যাটিং কোচ), লক্ষ্মীপতি বালাজি (বোলিং কোচ), রাজীব কুমার (ফিল্ডিং কোচ)

রায়না-হরভজনের নাম প্রত্যাহার-

এবার সিএসকে সুরেশ রায়না এবং হরভজন সিংয়ের সার্ভিস মিস করবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই ক্রিকেটারই টুর্নামেন্ট থেকে নাম তুলে নিয়েছেন।

টুর্নামেন্টের সবথেকে বড় ধাক্কা রায়নার নাম তুলে নেওয়া। ৩৩ বছরের তারকা ক্রিকেটার দলের সঙ্গে ট্রেনিং ক্যাম্পে ছিলেন। পৌঁছেছিলেন দুবাইয়েও। তবে কিছুদিন পরেই ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসেন। যদিও তিনি পরে জানিয়েছেন ফের দুবাই পৌঁছাতে পারেন তিনি।

রায়নার মত হরভজনও ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সঙ্গে যোগও দেননি। দুই সিনিয়র ক্রিকেটারকে না পেয়ে সিএসকের চ্যালেঞ্জ আরো বাড়ল। হরভজনের অনুপস্থিতিতে স্যান্টনার, পীযুষ চাওলা, ইমরান তাহিরদের বাড়তি দায়িত্ব সামলাতে হবে।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK MS DHONI
Advertisment