চলছে ধুন্ধুমার আইপিএল। জমে উঠেছে প্রতি দলের লড়াই। শেষ চারে ওঠার সমীকরণ চলছে সব দলের অন্দরেই। এমন সময়েই বিনা মেঘে বজ্রপাতের মত ফের আইপিএলে গড়াপেটার ছায়া।
সংযুক্ত আরব আমিরশাহিতে অংশ নেওয়া এক ক্রিকেটারের অভিযোগ দুর্নীতি করার প্রস্তাব পেয়েছেন তিনি। যা নিয়ে হঠাৎই সরগরম আইপিএল প্রাঙ্গণ।
আরও পড়ুন রায়নাকে বড় ‘শাস্তি’ দিল সিএসকে, ফেরার দরজা পুরোপুরি বন্ধ বাঁ হাতির
আইপিএলের ১৩তম সংস্করণ একদম নিশ্ছিদ্র জৈব সুরক্ষা বলয়ে খেলা হচ্ছে। এতে সরাসরি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন কিছুটা কঠিনই। তবে ভার্চুয়াল জগতের দুয়ার উন্মুক্ত। অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন প্রস্তাব পেয়ে থাকতে পারেন সংশ্লিষ্ট ক্রিকেটার। বিসিসিআইয়ের দূর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন।
রাজস্থান পুলিশের প্রাক্তন ডিজিপি অজিত সিং জানান, "একজন ক্রিকেটারের কাছে প্রস্তাব এসেছে। আমরা পুরো বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছি। তবে সময় লাগবে।"
দুর্নীতি বিরোধী প্রটোকল মেনে গোপনীয়তার জন্য সংশ্লিস্ট ফ্র্যাঞ্চাইজির সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। এই অভিযোগ পাওয়ার পরই অনলাইনে দুর্নীতির উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তরুণ ও উঠতি ক্রিকেটারের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার, ইনস্টাগ্রামের মত নেটওয়ার্কে একাউন্ট রয়েছে। সেখানেই বন্ধুত্বের ছদ্দবেশে বুকিরা যোগসাজশ চালাচ্ছেন, এমনটাই ধারণা।
বোর্ডের এক আধিকারিক পিটিআইকে বলেছেন, সব ফ্র্যাঞ্চাইজির দেশি, বিদেশি এবং অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটাররা দুর্নীতি বিরোধী একাধিক সেশনে হাজির থেকেছেন। "সবথেকে ভাল বিষয় হল, প্রস্তাব পাওয়ার পরই সংশ্লিষ্ট ক্রিকেটারের খটকা লাগে। সন্দেহ জাগার পরেই সেই বিষয় তিনি এসিইউ-কে অবহিত করেন। যুব দলের ক্রিকেটাররাও এখন দুর্নীতি বিরোধী প্রটোকলের বিষয়ে অবহিত।" জানান তিনি।
কোভিডের কারণে বোর্ডের দুর্নীতি বিরোধী শাখা এবার অংশগ্রহণকারী আট দলের সঙ্গে অনলাইনে সেশন করেছে। আট সদস্যের দল নিয়ে আমিরশাহিতে রয়েছেন অজিত সিং-ও।
ব্রিটেনের দুর্নীতি বিরোধী সংস্থা স্পোর্টসরাডারের সঙ্গে টাই আপ করে বিসিসিআই আইপিএলে গড়াপেটা রুখতে সচেষ্ট হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন