ধড়ে যেন প্রাণ এল সিএসকের। টানা হারের পর অবশেষে জয়ের মুখ দেখল সিএসকে তা-ও আবার তুখোড় ফর্মে থাকা আরসিবির বিরুদ্ধে। আট উইকেটে সহজ জয় পেল ধোনি এন্ড কোং। আরসিবি প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ এর বেশি করতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে আট বল হাতে নিয়ে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
আরো পড়ুন: এটাই শেষ আইপিএল, সিএসকে ছিটকে যাওয়ার দিনেই ইঙ্গিত দিলেন ধোনি
অল্প রান তাড়া করতে নেমে এদিন চেন্নাইয়ের হয়ে জয়ের নায়ক রুতুরাজ গায়কোয়াড। ৫১ বলে ৬৫ করে যান তিনি। ইনিংস সাজানো চারটে বাউন্ডারি এবং তিনটে ওভার বাউন্ডারিতে।
ধোনি তরুণ ক্রিকেটারদের মধ্যে 'জোশে'র অভাব দেখেছিলেন। আইপিএলের আগে করোনা আক্রান্ত হওয়া রুতুরাজ কিন্তু ধোনিকে ভরসা জুগিয়ে গেলেন এদিন। করোনাকে জয় করে আসা ক্রিকেটারই এদিন ধোনিদের জয় এনে দিলেন। ডুপ্লেসিস ১৩ বলে ২৫ করে আউট হয়ে গেলেও সিএসকেকে জয়ের লক্ষ্যে নিয়ে যান আম্বাতি রায়াডু। ২৭ বলে ৩৯ রান করে। ধোনি শেষ দিকে নেমে ২১ বলে ১৯ করে ফিনিশিং টাচ দিয়ে যান।
তার আগে টসে জিতে এদিন প্রথম ব্যাট করতে নামে আরসিবি। ৪৬ রানে দুই ওপেনার- ফিঞ্চ (১৫) দেবদূত পাডিক্কাল (২২) কে হারানোর পর আরসিবি ইনিংসের হাল ধরেন কোহলি (৪৩ বলে ৫০) এবং ডিভিলিয়ার্স (৩৬ বলে ৩৯)। তৃতীয় উইকেটের জুটিতে দুজন এদিন ৮২ রান যোগ করে যান।
সিএসকের হয়ে বল হাতে এদিন চমক দেখান স্যাম কুরান। প্রতিপক্ষের তিন উইকেট দখল করেন তিনি। ২টো শিকার দীপক চাহারের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন