ট্রাম্পের টুইট ব্যবহার করে নিজেদেরই ট্রোল করল দিল্লি ক্যাপিটালস। আইপিএলে নয়া মজার আমদানি করল দিল্লি ক্যাপিটালস। দলের উইকেট যখন পরপর পড়ছে, তখনই দিল্লি ট্রাম্পের টুইট 'ধার' করে বলে দিল, গণনা বন্ধ করো।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি দিল্লি। দুই দলেরই পেস আক্রমণ টুর্নামেন্টের অন্যতম সেরা। তবে মুম্বই নিজেদের পেস দিয়েই থেঁতলে দিল রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজিকে।
আরো পড়ুন: দক্ষিণ আফ্রিকা ছেড়ে দিলেন মর্কেল, অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে এবার মাঠ মাতাবেন
মুম্বইয়ের ২০০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বেনজির বিপাকে পড়ে দিল্লি। রানের খাতা খোলার আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শিখর ধাওয়ান, পৃথ্বী শ এবং অজিঙ্কা রাহানে। বুমরা-বোল্টের পেস আক্রমণের কোনো জবাবই ছিল না দিল্লিওয়ালাদের কাছে। পরপর উইকেট হারানোর পরে দিল্লি ক্যাপিটালস নিজেরাই নিজেদের ডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্ট করে ট্রোল করে বসে।
মার্কিন নির্বাচনে ব্যালট গণনার সময় একের পর এক প্রদেশ হাতছাড়া হওয়ার পর রিপাবলিকান প্রার্থী ট্রাম্প টুইট করেছিলেন, 'স্টপ দ্যা কাউন্ট'। এটাই রিটুইট করে দিল্লি ক্যাপিটালস ক্যাপশনে লেখে, "যে স্কোরবোর্ড পরিবর্তন করছে, তাঁকে এটাই বলছি!"
ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিং বিক্রমে মুম্বই স্কোরবোর্ডে বিশাল রান খাড়া করেছিল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই সমস্যায় পড়ে দিল্লি। কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারিয়ে বসে দিল্লি। প্রথম দু-ওভারে কোনো রানই করতে পারেনি তারা।
শ্রেয়স আইয়ারও ম্যাচের পরে বলে দিয়েছেন, কোয়ালিফায়ারের দ্বিতীয় ম্যাচে নামার আগে আরো গুছিয়ে নিতে হবে তাঁদের। আইয়ার বলেন, "মিডল অর্ডারের দু উইকেট নেওয়ার পরে আমরাই সুবিধাজনক জায়গায় ছিলাম। স্কোরবোর্ডে তখন ওরা ১০২/৪। সেখান থেকে ম্যাচে ফিরে আসার সুযোগ ছিল। আরো দুই উইকেট ফেলে দিতে পারলেই আমাদের সামনে খুব বেশি হলে ১৭০ থাকত টার্গেট। তবে এটা খেলারই অঙ্গ।"
হারলেও শেষবার সুযোগ আছে ফাইনালে ওঠার। আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে দিল্লি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন