সমস্যার শেষ নেই সিএসকে-র। একের পর এক ম্যাচে হার। দলে একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতি। তারপরেই এবার আর বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। কুঁচকিতে চোটের জন্য ডোয়েন ব্রাভোকে কয়েক দিন থেকে সপ্তাহ পাবে না সিএসকে। একথা জানিয়ে দিলেন কোচ স্টিফেন ফ্লেমিং।
দিল্লির বিরুদ্ধে শেষ ওভারে বোলিং করতে পারেনি ব্রাভো। সেই কারণে চূড়ান্ত ওভারে প্রয়োজনীয় ১৭ রান স্কোরবোর্ডে তুলে জিতে যায় দিল্লি।
আরো পড়ুন: ধোনির ভুল সিদ্ধান্তে ম্যাচ হারল সিএসকে, কী সাফাই দিলেন মাহি
কোচ ফ্লেমিং ম্যাচের পরেই জানান, "ডান কুঁচকিতে সম্ভবত ব্রাভোর চোট রয়েছে। চোট গুরুতর হওয়ায় ও আর মাঠে নামতে পারেনি। গুরুত্বপূর্ণ ওভারে দলের হয়ে অবদান রাখতে না পারায় প্রচন্ড হতাশ ব্রাভো।"
আপাতত ব্রাভোর চোট কতটা গুরুতর তা খতিয়ে দেখা হচ্ছে সিএসকের পক্ষ থেকে। ফ্লেমিং জানিয়েছেন, "ব্রাভোর সমস্যা খতিয়ে দেখা হবে। এমন পর্যায়ে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত রিকভারিতে সময় লাগতে পারে।"
পাশাপাশি ফ্লেমিং আরো জানালেন, "চোট পাওয়ায় শেষ ওভারে বল করতে পারেনি ব্রাভো। ডেথ ওভারে স্পেশালিস্ট হওয়ায় ও-ই বল করত। ব্রাভো চোট পাওয়ায় জাদেজাকে শেষ ওভারে বল করতে হয়। আমাদের সামনে আর কোনো অপশন ছিল না। আমরা ম্যাচে জেতার মত পরিস্থিতি তৈরি করেছিলাম, তবে আমাদের আরো পরিশ্রম করে জয় নিশ্চিত করতে হবে।"
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন