মার্চের ২৯ তারিখে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল শুরু হবে। আগেই সূত্রে জানা গিয়েছিল। এবার আইপিএলের ফাইনাল যুদ্ধ কবে হবে, তা-ও জানা গেল। সূত্রের খবর অনুযায়ী, ২৪ মে ফাইনাল হতে চলেছে আসন্ন আইপিএলের। ৫৭ দিনের সূচি প্রকাশ করা হবে শীঘ্রই। এর অর্থ ডাবল হেডার থাকছে না। প্রতিটি ম্যাচের সময়সূচি ধার্য করা হয়েছে সন্ধে সাড়ে ৭টায় থেকে।
বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, "এখনও পুরো সূচি চূড়ান্ত নয়। তবে ২৪ মে ফাইনাল প্রায় পাকা। ২৯ মার্চ টুর্নামেন্ট শুরু হচ্ছে। ৪৫ দিনের উইন্ডো এবার বেড়ে হচ্ছে ৫৭ দিন! তাই দিন প্রতি একটি করেই ম্যাচ আয়োজন করা হবে।"
ম্যাচের সময়সূচি নিয়ে সেই কর্তা জানিয়েছেন, "টিআরপি অবশ্যই ফ্যাক্টর। তবে ম্যাচ দেরিতে শেষ হলে স্টেডিয়ামের দর্শকদের বাড়িতে ফিরতে অসুবিধা হয়েছে। এই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খুব সম্ভবত সন্ধে ৭টায় সময় ম্যাচ শুরু হবে।"
তবে দ্রুত ম্যাচ শুরু করার সমস্যা সম্পর্কেও আয়োজকরা ওয়াকিবহাল। তাঁর বক্তব্য, "সন্ধে সাড়ে ৭ টায় ম্যাচ শুরু হলে অফিস থেকে ৬টায় বেরিয়ে বাড়ি ফিরে পরিবারকে নিয়ে স্টেডিয়ামে ঢোকা সমস্যার। এই বিষয় নিয়ে আমাদের আরও আলোচনার প্রয়োজন।"
এদিকে, একই দিনে দুটো ম্যাচ আয়োজনে আপত্তি রয়েছে সম্প্রচারকারী সংস্থারও। তারা কোনওভাবেই বিকাল ৪টায় ম্যাচ সম্প্রচারে পক্ষপাতী নয়। তবে সেই কর্তা বলেছেন, "শুধুমাত্র সম্প্রচারকারী সংস্থা নয়, ফ্র্যাঞ্চাইজিদেরও বিকেলের খেলায় মাঠ ভরাতে অসুবিধা হয়। তাই বিকেলের খেলা হঠিয়ে দিনে একটি করে ম্যাচ আয়োজনই সেরা অপশন।"