ফের ধোনি বনাম গম্ভীর। আইপিএল শুরু হতে না হতেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ধোনি। সিএসকের ম্যাচ হারে। সসি কারণেই এবার গম্ভীরের নিশানায় স্বয়ং ধোনি।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলে দেন, "ধোনিকে সাত নম্বরে ব্যাটিং করতে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। ধোনির উচিত সামনে থেকে নেতৃত্ব দেওয়া। রুতুরাজকে, স্যাম কুরানকে নিজের আগে ব্যাটিং করতে পাঠানো! আমি এই স্ট্রাটেজি বুঝতে পারছি না। ২১৭ রান তাড়া করতে নেমে সাত নম্বরে ব্যাটিং করার অর্থ ম্যাচ আগেই হেরে বসা। ডুপ্লেসিস একাই লড়াই করে গেল।"
আরও পড়ুন: IPL 2020: ধোনির ছক্কা ট্র্যাফিক পেরিয়ে রাস্তার ওপারে, বল পেয়ে স্বর্গসুখ ভক্তের
এখানেই না থেমে ধোনিকে নিয়ে গম্ভীর আরো বলেন, "সবাই ধোনির শেষ ওভারের তিন ছক্কার কথা বলছে, তবে এগুলো দলের কোনো কাজে আসেনি। সত্যি কথা বলতে নিজের ব্যক্তিগত রান বাড়িয়ে নিয়েছে ধোনি। যদি এটা অন্য কেউ করত, কিংবা সাত নম্বরে ব্যাটিং করত, তাহলে সবাই সমালোচনা করত। ধোনি বলেই সম্ভবত কেউ মুখ খুলছে না।"
এরপরে গম্ভীরের তির্যক ব্যঙ্গ করে আরো সংযোজন, "যখন স্কোয়াডে সুরেশ রায়না নেই তখন আপনি সবাইকে বিশ্বাস করাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড, স্যাম কুরান, কেদার যাদব, ফাফ ডুপ্লেসিস, মুরলি বিজয়- এরা সবাই আপনার থেকে ভালো ব্যাটসম্যান।"
ধোনি অবশ্য নিজে ব্যাখ্যা দিয়েছেন কেন সাত নম্বরে ব্যাটিং করতে নামলেন। ধোনি ম্যাচের পরেই জানান, "দীর্ঘদিন ব্যাটিং করিনি। ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হয়েছে। তাছাড়া দলের ফর্মেশনও দেখে নিয়ে চেয়েছিলাম। স্যাম (কুরান)কে উপরে ব্যাট করিয়ে সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল। যদি পরীক্ষা নিরীক্ষা প্ল্যানিং সফল না হয় তাহলে আমাদের নিজেদের সাধারণ শক্তি অনুযায়ী রণকৌশল সাজাতে হবে।"
ধোনি যখন ব্যাট করতে নামেন, তখন সিএসকের প্রয়োজন ছিল শেষ চার ওভারে ৭৯ রান। সেই সমীকরণ গিয়ে দাঁড়ায় শেষ ওভারে ৩৮ রান। ধোনি প্রথম ১২ বলে করেন মাত্র ৯ রান। সেই সময় সিএসকের নেট রানরেট বাড়িয়ে নেওয়ার জন্য ছক্কা হাঁকাতে শুরু করেন ক্যাপ্টেন কুল। শেষ পর্যন্ত ধোনি ম্যাচে ১৭ বলে ২৯ রানে ক্রিজ ছাড়েন। সিএসকেও স্কোরবোর্ডে ২০০ রান তুলতে সমর্থ হয়। পরাজয়ের ব্যবধান কমে দাঁড়ায় মাত্র ১৬ রানের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন