শেওয়াগ হোক গম্ভীর, ধোনির সমালোচনায় মেতেছেন আগেই। ধোনিকে এবার বিঁধলেন ইরফান পাঠান স্বয়ং। যিনি আবার ধোনি ঘনিষ্ঠ বলেই পরিচিত।
কিংস ইলেভেন বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পরেই পাঠানের টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ জল্পনা। টি২০র ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ হয়ে গেল রবিবারে। ২০ ওভারে কিংস ইলেভেন ২২৩ রান স্কোরবোর্ডে তোলার পর বিশাল সেই রান তাড়া করে জিতে যায় রাজস্থান রয়্যালস। মায়াঙ্ক আগারওয়ালের ৪৫ বলে সেঞ্চুরি, কেএল রাহুলের হাফসেঞ্চুরির উপর ভর করে ২২৩ তোলে কিংসরা।
আরো পড়ুন: IPL 2020: সঞ্জুই কি পরের ধোনি! তরজায় জড়ালেন শশী থারুর, গম্ভীর
বিশাল এই রান তাড়া করতে নেমে জস বাটলার, স্টিভ স্মিথ আউট হয়ে গেলেও রাজস্থানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্জু স্যামসন। শেষদিযে রাহুল তেওটিয়ার বিস্ফোরক পাঁচ ছক্কা। দুজনের ব্যাটে ভর করেই অকল্পনীয়ভাবে ম্যাচে তিন বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় রাজস্থান। এমন খেলায় উত্তাপের অভাব ছিল না।
ম্যাচের পরেই ইরফান পাঠানের টুইট ভেসে আসে। তিনি লেখেন, রাজস্থান বনাম কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান বনাম সিএসকে- দুটোই একই ম্যাচ ছিল।
পাঠানের সূক্ষ্ম খোঁচা বুঝতে সমস্যা হয়নি কারোরই। পাঠান বলতে চেয়েছেন, ২২৩ স্কোরবোর্ডে উঠলেও রান তাড়া করে জেতা সম্ভব। যা রাজস্থান করে দেখিয়েছে। কিন্তু চেন্নাই পারেনি। রান চেজ করা দুই দলের সদিচ্ছার অভাবই ফ্যাক্টর হয়ে গিয়েছে। এমনই হয়ত বলতে চেয়েছেন পাঠান। এমনটাই মত নেট নাগরিকদের। এই খোঁচা যে মহেন্দ্র সিং ধোনির উদ্দেশেও, তা আর বলার অপেক্ষা রাখে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন