সিএসকে ম্যাচে খেলতে নামার আগেই বড়সড় ধাক্কার সম্মুখীন কেকেআর। চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন পেসার আলি খান। পাক বংশোদ্ভূত আলি খান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে যোগ দিয়েছিলেন। তবে একটিও ম্যাচ না খেলেই বিদায় নিতে হচ্ছে তাঁকে।
দুবারের আইপিএল জয়ী দল হ্যারি গার্নির পরিবর্ত হিসাবে সই করিয়েছিল আলি খানকে। এদিন প্রেস বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, "মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে যে কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে নজির তৈরি করেছিলেন তিনি। তবে চোট পেয়ে টুর্নামেন্টের বাইরে চলে গেলেন তিনি।"
আইপিএলে আসার আগে নাইটদেরই অন্য ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন আইপিএলের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিলেন ধোনি, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার
কিছুদিন আগে শেষ হওয়া সিপিএলে নাইটদের জার্সিতে আট ম্যাচে আট উইকেট দখল করেন। ইকোনমি রেট ৭.৪৩। সিপিএলের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। গত তিন বছর ধরেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বিশ্বজুড়ে টি২০ লিগে ডাক পাচ্ছেন আলি খান।
![publive-image publive-image]()
২০১৮ সালে গ্লোবাল টি২০ কানাডায় গিয়ে ব্রাভোর নজরে পড়ে যান আলি খান। তারপরেই নিজের দলে ব্রাভো নেন আলিকে। প্রথম মরসুমেই ১২ ম্যাচে ১৬ উইকেট দখল করেন তিনি। তারপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছেন তিনি।
নিয়মিত ১৪০ কিমি গতিতে বোলিং করতে পারেন আলি খান। ডেথ ওভারে বিষাক্ত ইয়র্কার দেওয়াতেও জুড়ি নেই তাঁর। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ওডিআই স্টেটাসই প্রশ্নের মুখে পড়েছিল। নামিবিয়ার কাছে হারলেই বিদায় নিতে হত। সেই ম্যাচে ৪৯তম ওভারে একাই তিন উইকেট নিয়ে নামিবিয়াকে ধসিয়ে দেন। ২০১৮ সালে ওডিআইতে যুক্তরাষ্ট্রের প্রথম জয়ের ম্যাচেও সেরা হয়েছিলেন তিনি।
এমনই এক ইউটিলিটি বোলারকে হারিয়ে কেকেআর যে যথেষ্ট সমস্যায় পড়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন