Advertisment

KKR vs RR Preview: জোড়া চিন্তা কেকেআরের, রাজস্থানের কাছে হারলেই ব্যাপক রদবদল ঘটবে

জোড়া মাথা ব্যথা নিয়ে খেলতে নামছে কেকেআর। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে কেকেআর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে, স্বপ্নের ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একদিকে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন ঘটানো কেকেআর। দুই দল আজ মুখোমুখি সাক্ষাতে খেলতে নামছে দুবাইয়ে। কেকেআরের তুলনায় ধারে ভারে অনেকটাই পিছিয়ে রাজস্থান। তবে প্রথম দুই ম্যাচে তা বোঝা যায়নি।

Advertisment

দীনেশ কার্তিকের কেকেআরের ব্যাটিং লাইন আপকে ধরা হচ্ছে চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা। তবে প্রথম ম্যাচেই ডাহা ব্যর্থ হয়েছিল কেকেআরের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। তবে দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে শুভমান গিল, ইয়ন মর্গ্যানের ব্যাটে ভর করে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে নাইট রাইডার্স।

আরো পড়ুন: IPL 2020: সঞ্জুই কি পরের ধোনি! তরজায় জড়ালেন শশী থারুর, গম্ভীর

তা সত্ত্বেও কেকেআরের সমস্যা কম নয়। ওপেনিং জুটিতে সুনীল নারিন প্রথম দুই ম্যাচে বিন্দুমাত্র দাগ কাটতে পারেননি। রাজস্থান ম্যাচেও যদি ক্যারিবিয়ান তারকা ব্যর্থ হন, তাহলে সম্ভবত ব্যাটিং লাইন আপে বড়সড় রদবদলের পথে হাঁটতে পারে কেকেআর।

সুনীল নারিন ফ্যাক্টর বাদ দিলে বোলিংয়ে আবার বড়সড় মাথা ব্যথার কারণ কুলদীপ যাদব। দু ম্যাচে একটাও উইকেট পাননি তিনি। টিম ম্যানেজমেন্টের কড়া নজরে রয়েছেন জাতীয় দলের এই তারকা স্পিনার।

রাজস্থান রয়্যালস অবশ্য স্বপ্নের ফর্মে রয়েছে। ব্যাটিং লাইন আপের প্রত্যেকেই ফর্মে রয়েছেন। দুবারই স্কোরবোর্ডে ২০০ প্লাস রান তুলে নিজেদের আধিপত্য জানান দিয়েছে বাকি দলগুলিকে। তবে রাজস্থানের সমস্যা আপাতত জস বাটলারকে ঘিরে। তারকা ইংরেজ আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদমই ফর্মে ছিলেন না। সেই অফ ফর্ম বয়ে এনেছেন আইপিএলেও। যশস্বী জয়সোয়ালের পরিবর্তে তাঁকে স্কোয়াডে আনা হয়েছিল। তবে ব্যাট হাতে রান পাননি আগের ম্যাচে।

তবে ঘটনা যাইহোক, কলকাতা ও রাজস্থানের কাছে আসল চ্যালেঞ্জ দুবাইয়ের পরিবেশের সঙ্গে ধাতস্থ হওয়া। এতদিন শারজা, আবু ধাবিতে খেলে আসা দুই দলই দুবাইয়ের লম্বা বাউন্ডারির চ্যালেঞ্জ নিতে পারেন কিনা সেটাই দেখার।

ফর্মের দিক থেকে রাজস্থান অনেক এগিয়ে কেকেআরের থেকে। তবে আগের ম্যাচের দুরন্ত বোলিং যদি ধরে রাখতে পারেন কামিন্স, নারিন, বরুণ চক্রবর্তীরা, তাহলে কিন্তু সমস্যায় পড়বে কেকেআর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Rajasthan Royals
Advertisment