'দ্য শো মাস্ট গো অন'! ইংরেজিতে চালু প্রবাদই রয়েছে। সেই কথাই যেন সত্যি প্রমাণ করলেন কিংস ইলেভেন পাঞ্জাব ব্যাটসম্যান মনদীপ সিং। এথলেটিক্সের প্রাক্তন কোচ বাবা হরদেব সিং মারা গিয়েছিলেন শুক্রবারই। ভিডিওকলে শেষকৃত্যও করেছেন। সেই কষ্টের হ্যাংওভার কাটানোর আগেই শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটও করতে নামলেন তিনি কিংসদের জার্সিতে। যা দেখে কুর্নিশ করছে আইপিএল মহল।
মনদীপ সিংয়ের বাবা পাঞ্জাব ডিস্ট্রিক্ট স্পোর্টসের একজন আধিকারিক ছিলেন। লিভারে সংক্রমণ নিয়ে মোহালির এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁকে সম্মান জানানোর উদ্দেশ্যেই কিংস বাহিনী শনিবার ম্যাচে কালো আর্মব্যান্ড পড়ে নামে। ব্যাট করতে নেমে ১৪ বলে মাত্র ১৭ করেন মনদীপ। তবে তাঁর মানসিক কাঠিন্যকে সালাম জানাচ্ছে সবাই। মনদীপের দাদা হরবিন্দর সিং জানালেন, কেরিয়ারের এটাই সবথেকে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তাঁর ভাই।
আরো পড়ুন: মাঠেই প্রয়াত শ্বশুরকে বেনজির শ্রদ্ধা রানার, নাইট তারকার কীর্তিতে মুগ্ধ আইপিএল
হরবিন্দর নিজেও একজন ক্রিকেটার। তিনি জানালেন, "গতকাল রাতেই আমরা মনদীপকে পিতার মৃত্যু সংবাদ দি-ই। ওকে সান্ত্বনা জানানোর ভাষা আমাদের ছিল না। তবে মনদীপ জানায়, আমি খেলব, বাবা সেটাই দেখতে ভালোবাসতেন। এমন সিদ্ধান্ত নেওয়া মনদীপের পক্ষে কঠিন ছিল। তবে বাবাও আশা করি স্বর্গ থেকে মনদীপকে ব্যাট করতে দেখেছেন।"
মনদীপ সিং পিতা হরদেব এবং দাদা হরবিন্দরের সঙ্গে
নিজের বাবার সম্পর্কে বলতে গিয়ে হরবিন্দর আরো জানান, "বাবা খেলাধুলা প্রচন্ড ভালোবাসতেন।।সারাজীবন এথলেটিক্সদের কোচিং করিয়ে গিয়েছেন। মনদীপ ক্রিকেট বেছে নেওয়ায় প্রাথমিকভাবে ক্ষুব্ধ হয়েছিলেন। তবে যুব পর্যায়ের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করায় আর বাধা দেননি। বরং সকলের থেকে বেশি উৎসাহ জুগিয়ে গিয়েছেন। মনদীপ ব্যাট করতে নামলে ওঁর দেখা চাই! এতেই উনি সবথেকে বেশি আনন্দ পেতেন।"
শুক্রবারের আইপিএলের জোড়া ম্যাচ যেন প্রয়াতদের সম্মান জানানোর জন্য। কেকেআরের নীতিশ রানা মৃত শ্বশুরের সম্মানে জার্সি দেখিয়েছিলেন। আর মনদীপ বাবার মৃত্যুর শোক চেপে মাঠে নামলেন। ক্রিকেটের অপর নাম যে জীবন, তা অত্যুক্তি নয়!
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন