স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ধোনি সমর্থকরা। নিজের আইপিএল- অবসরের সিদ্ধান্ত পুরোপুরি নাকচ করে দিলেন মহাতারকা নিজেই। আগামী বছরের আইপিএলেও চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ব্যাটন থাকবে, তাঁর হাতে, এমনটাই জানিয়ে দিলেন খোদ ধোনি।
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে লিগ পর্বে রবিবারই শেষ ম্যাচ খেলছে সিএসকে। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ধারাভাষ্যকার ড্যানি মরিসন জিজ্ঞাসা করেন, এটাই ধোনির শেষ ম্যাচ হতে চলেছে কিনা! দু শব্দে মাহির সংক্ষিপ্ত প্রত্যুত্তর, "অবশ্যই নয়।"
আরো পড়ুন: এই বছরেই কি ধোনির আইপিএল-অবসর! বড়সড় আপডেট দিল সিএসকে
সিএসকে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছে। এই প্রথমবার আইপিএলের প্লে অফে উঠতে পারল না সিএসকে। সিএসকে ছিটকে গেলেও ধোনির অবসর নিয়ে জল্পনা চলছিল-ই। ২০২১-এও ধোনির নেতৃত্বে যে সিএসকেকে খেলতে দেখা যাবে, তা আগেই জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন।
তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, "ধোনির নেতৃত্বেই যে সিএসকে ২০২১ আইপিএলে খেলবে, তা নিয়ে আমরা আশাবাদী। এই প্রথমবার আমরা প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারিনি। এমন নজির টুর্নামেন্টের অন্য কোনো দলের নেই। একটা খারাপ মরসুমের অর্থ যে সবকিছু পরিবর্তন করতে হবে, এমনটা নয়।"
ধোনিও চলতি আইপিএলে যেন অতীতের ছায়া। ব্যাটিংয়ে বারেবারে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন সুপারস্টার। ১৩ ম্যাচে করেছেন মাত্র ২০০ রান। স্ট্রাইক রেটও টি২০ সুলভ নয়, মাত্র ১১৬.২৭। একটাও হাফসেঞ্চুরিও হাঁকাতে পারেননি তিনি।
ধোনি পরে স্বীকার করে নিয়েছিলেন, দীর্ঘদিন জাতীয় ক্রিকেট থেকে দূরে থাকায় প্রস্তুতিতে ঘাটতি থেকে গিয়েছে।
একের পর এক হারের পরেই সিএসকে ক্যাম্পে শোনা গিয়েছিল, বড়সড় পরিবর্তন ঘটিয়ে আগামী আইপিএলে খেলবে সিএসকে। এই প্রসঙ্গেই ধোনির অবসর নিয়ে আলোচনা আরো তীব্র হয়। চলতি টুর্নামেন্টে ক্যাপ্টেন কুল বেশ কয়েকবার প্রতিপক্ষ ক্রিকেটারদের শার্ট দিয়ে দেওয়ায় সেই জল্পনা বাড়ে। তবে ধোনির এদিন দুই শব্দেই সব জল্পনা থামিয়ে দিলেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন