প্রথম একাদশেই নেই ধোনি, আইপিএলের শুরুর আগেই জোর আলোচনা দল গঠন নিয়ে
সানরাইজার্স গতবার কেনকে দায়িত্ব দিলেও এবার অবশ্য ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব ফিরিয়ে দিয়েছে। হায়দরাবাদ দলে অধিনায়কত্ব ধরে রাখতে না পারলেও কিউয়ি ক্রিকেটারকেই নেতৃত্বে পছন্দ ব্র্যাড হগের।
প্রথম একাদশে জায়গা হল না ধোনিরই। আইপিএলের আগেই এমন অবাক করার মত কান্ড ঘটল ব্র্যাড হগের বাছাই প্রথম একাদশে। শুধু ধোনিই নন, এবি ডিভিলিয়ার্সও ব্রাত্য সেই একাদশে।
Advertisment
আইপিএল যত এগিয়ে আসছে, ততই নিজেদের মতামত খোলাখুলি জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকেই আইপিএলের সেরা একাদশও গড়ছেন। যেমন ব্র্যাড হগ। কেকেআরের প্রাক্তন এই অস্ট্রেলীয় ক্রিকেটার সোমবারই নিজের বাছাই আইপিএল দল গড়লেন। তবে সবাইকে অবাক করেই নিজের একাদশে তিনি জায়গা দিলেন না ধোনিকে। রাখলেন না এবি ডিভিলিয়ার্সকেও।
হগ বলেন, "আমার একাদশে ধোনি, ডিভিলিয়ার্স কিম্বা ক্রিস গেইল নেই। ওদের বয়স একটু বেশি। তবে ওরা একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। হয়ত টুর্নামেন্টের শেষে সেরা একাদশে ওদের রাখতে পারি।"
হগের একাদশে উইকেটকিপারের ভূমিকায় জায়গা পেয়েছেন ঋষভ পন্থ। অধিনায়ক হয়েছেন কেন উইলিয়ামসন। সানরাইজার্স গতবার কেনকে দায়িত্ব দিলেও এবার অবশ্য ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব ফিরিয়ে দিয়েছে। হায়দরাবাদ দলে অধিনায়কত্ব ধরে রাখতে না পারলেও কিউয়ি ক্রিকেটারকেই নেতৃত্বে পছন্দ ব্র্যাড হগের।
কেন কেন উইলিয়ামসনকেই নেতা বাছলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন হগ। তাঁর বক্তব্য, "উইলিয়ামসনের মাথা দারুণ পরিষ্কার। খেলার এম্বাসাডর হিসাবেও উপযুক্ত।"
হগের দলের ওপেনার রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নার। তারপর যথাক্রমে বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। পাঁচ ও ছয় নম্বরে নামবেন পন্থ ও রাসেল। বোলিং বিভাগে দুই স্পিনার সুনীল নারিন এবং রবীন্দ্র জাদেজা। দুই পেসার- ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন