দল একের পর এক ম্যাচে হেরে প্লে অফে ওঠার রাস্তা ক্রমশ কঠিন করে ফেলছে। কেকেআরের বিরুদ্ধেও পরাজয়ের ধাক্কা নিয়ে আবু ধাবি ছাড়তে হচ্ছে সিএসকেকে। তবু বীরের মত মাঠ ছাড়লেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে ঝাঁপিয়ে যে ক্যাচ তালুবন্দি করলেন, তা দেখে পুরোনো সেই প্রবাদ- বয়স কেবল এক সংখ্যামাত্র, সেটাই যেন প্রমাণ করে ছাড়লেন।
সমালোচকদের কাছে এটা স্রেফ রেগুলার ক্যাচ! তবে চল্লিশ ছুঁইছুঁই বয়সেও যে ক্ষিপ্রতার নিদর্শন প্রকাশ করলেন মাহি, তা মোটেই সাধারণ নয়। ধোনির ক্যাচেই ডাগ আউটে ফিরলেন শিভম মাভি।
আরো পড়ুন: সিএসকের বিরুদ্ধে নামার আগেই ভয়ঙ্কর সংবাদ! চোট পেয়ে ‘আউট’ কেকেআর পেসার
সেই ডেলিভারির আগেই ধোনি ব্রাভোকে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন, পেস কমিয়ে বল করতে। অধিনায়কের কথা মেনেই ব্রাভো অফস্টাম্পের বাইরে একদম গতি কমিয়ে বল করেন। মাভি অন সাইডে হাঁকাতে চেয়েছিলেন। তবে ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি। বিশাল আউটসাইড এজ পিছনে যায়। সেই ক্যাচই তুখোড় দক্ষতায় তালুবন্দি করেন ধোনি। দ্বিতীয় স্লিপে ক্যাচ ওঠার পর ধোনি ছুটে গিয়ে ডানদিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ ধরেন।
সেই সঙ্গেই ধোনি আইপিএলে সর্বাধিক ক্যাচ তালুবন্দি করার রেকর্ড গড়ে ফেললেন। পিছনে ফেলে দিলেন দীনেশ কার্তিককে। ধোনি দুরন্ত এই ক্যাচের ক্লিপ আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সিএসকের বিরুদ্ধে কেকেআর স্কোরবোর্ডে ১৬৭ র বেশি তুলতে পারেনি। ওপেনার রাহুল ত্রিপাঠি একাই ৮১ করে যান। বাকি ব্যাটসম্যানরা ২০ র কোটা পেরোতে পারেনি। ত্রিপাঠীর ৫১ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস সাজানো আটটা বাউন্ডারি এবং তিনটে ওভার বাউন্ডারিতে। কেকেআরের শেষ সাতটা উইকেটই পড়ে ইনিংসের শেষ পাঁচ ওভারে ৩৯ রান তোলার ফাঁকে।
ডোয়েন ব্রাভো তিন উইকেট দখল করেন। এদিনই আইপিএলে ১৫০ উইকেট শিকার সম্পন্ন করে ফেললেন তিনি।স্যাম কুরান, করণ শর্মা এবং শার্দুল ঠাকুর দুটো করে উইকেট দখল করেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন