এবারেও চ্যাম্পিয়ন হতে পারে মুম্বই, ধারে ভারে সব দলের থেকে এগিয়ে রোহিতরা

ভালোভাবে ফেরার চেষ্টায় রয়েছেন জসপ্রীত বুমরাও। চোট সরিয়ে আগেই ফিরেছিলেন তিনি। তবে পুরোনো ফর্মে দেখা যায়নি তাঁকে।

ভালোভাবে ফেরার চেষ্টায় রয়েছেন জসপ্রীত বুমরাও। চোট সরিয়ে আগেই ফিরেছিলেন তিনি। তবে পুরোনো ফর্মে দেখা যায়নি তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

MI IPL Team 2020 Players List, Squad: দলের কাঠামো একই রয়েছে। আর রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। এই নিয়েই মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের শুরুর ম্যাচেই মোকাবিলা করতে নামছে সিএসকের। সিএসকে স্কোয়াডে যেমন প্রত্যাবর্তন ঘটছে ধোনির। তেমনই মুম্বইয়ের জার্সিতেও ক্রিকেট মাঠে ফিরছেন হার্দিক পান্ডিয়া। গত বছর সেপ্টেম্বরে পিঠে চোট নিয়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তারকা অলরাউন্ডার। তার ঠিক একবছর পর বাইশ গজে দেখা যাবে তাঁকে।

Advertisment

চোট সরিয়ে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফেরার জন্য পরিশ্রম করেছেন তিনি। ক্যারিবিয়ান সিরিজে হার্দিককে দেখা গিয়েছিল ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দর্শকের ভূমিকায়। ডি ওয়াই পাতিল টি২০ কাপে রিলায়েন্স ১ দলের হয়ে দারুণ পারফর্মও করেন তিনি।

আরও পড়ুন ধোনিকে দেখতে দাও, গেটের কাছে আকুল আর্তি! দুবাই ‘সাক্ষী’ ধোনি প্রেমের

Advertisment

ভালোভাবে ফেরার চেষ্টায় রয়েছেন জসপ্রীত বুমরাও। চোট সরিয়ে আগেই ফিরেছিলেন তিনি। তবে পুরোনো ফর্মে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ কয়েকমাসের বিশ্রামের পর বুমরা বিধ্বংসী ফর্মে ধরা দেন কিনা, সেটাও দেখার। মুম্বই স্কোয়াডে এবার নেই লাসিথ মালিঙ্গা। নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মালিঙ্গার বদলে মুম্বই পরিবর্ত হিসাবে সই করিয়েছে জেমস প্যাটিনসনকে। মালিঙ্গার অনুপস্থিতিতে বুমরার উপরেই দায়িত্ব থাকছে দলের বোলিং বিভাগের নেতৃত্ব দেওয়ার। ডেপুটি হিসাবে পাবেন কিউয়ি ট্রেন্ট বোল্টকে।

মুম্বই ইন্ডিয়ান্স পূর্ণ স্কোয়াড:
ব্যাটসম্যান- রোহিত শর্মা (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, সূর্যকুমার যাদব, আনমোলপ্রীত সিং, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, অনুকূল রায়, ঈশান কিষান (উইকেটকিপার), কুইন্টন ডি কক (উইকেটকিপার) , আদিত্য তারে (উইকেটকিপার)

বোলার-
ধাওয়াল কুলকার্নি, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, মিচেল ম্যাকক্লিনাগান, রাহুল চাহার, মহসিন খান, প্রিন্স বলবন্ত রায় সিং, দিগ্বিজয় দেশমুখ, জয়ন্ত যাদব, নাথান কুইল্টার নাইল

অলরাউন্ডার-
হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কায়রণ পোলার্ড, অনুকূল রায়

কোচিং স্টাফ-
শচীন তেন্ডুলকার (আইকন), মাহেলা জয়াবর্ধনে (হেড কোচ), রবিন সিং (ব্যাটিং কোচ), শ্যেন বন্ড (বোলিং কোচ), জেমস প্যামেট (ফিল্ডিং কোচ), জাহির খান (ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস)

এবারেও কেন কাপ জয়ের দাবিদার মুম্বই?
বরাবরের মতই এবারেও মুম্বই ইন্ডিয়ান্স দল দারুণ ব্যালান্সড। প্রতি বিভাগেই অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। সেই সঙ্গে রয়েছে তরুণ ক্রিকেটারদের মিশেল। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। তাঁকে যোগ্য সহায়তা করবেন কুইন্টন ডি কক। যে কোনো পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার দলকে ভালো সূচনা এনে দিতে সক্ষম।

পাশাপাশি ব্যাটিংয়ে শক্তি জোগাতে থাকছেন ক্রিস লিন। ১৪০ উপরে স্ট্রাইক রেট নিয়ে আইপিএলে খেলেন অজি এই ক্রিকেটার। পান্ডিয়া ভাই এবং পোলার্ডের মত প্রথম সারির অলরাউন্ডার থাকায় দলের দুই বিভাগের গভীরতা আরো বাড়বে।

মালিঙ্গা না থাকলেও এবারের মুম্বইয়ের পেস ব্যাটারি বাকি দলের ব্যাটসম্যানদের ঘুম কেড়ে নিতে পারে। জসপ্রীত বুমরা, মিচেল ম্যাকক্লেনাঘান, ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন- যথেষ্ট শক্তিশালী মুম্বইয়ের পেস বিভাগ। তবে মুম্বইয়ের চিন্তা স্পিন ডিপার্টমেন্ট। রাহুল চাহার বাদে বাকিরা সেরকম অভিজ্ঞ নন।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Indians IPL