Advertisment

বুমরা-বোল্টের বিদ্যুৎ, ঈশানের ঝড়ে দিল্লিকে আছড়ে ফেলল মুম্বই

মুম্বই প্লে অফে আগেই কোয়ালিফাই করে ফেলেছে প্রথম দল হিসেবে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের কাছে এদিন জিতলেই ছিল প্লে অফ নিশ্চিত করার হাতছানি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লক্ষ্য ছিল মাত্র ১১১। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৪ বল বাকি থাকতে সেই টার্গেট সহজেই স্কোরবোর্ডে তুলে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে একাই লো স্কোরিং এই ম্যাচে মাতিয়ে গেলেন মুম্বইয়ের ঈশান কিষান। ৪৭ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে যান তিনি।

Advertisment

তাঁর ইনিংসে তিনি আটটা বাউন্ডারি এবং তিনটে চার হাঁকিয়েছেন। অন্য ওপেনার কুইন্টন ডিককের সঙ্গে ওপেনিং জুটিতেই ৬৮ রান তুলে ফেলেন ঈশান। এরপর ডিকক স্বদেশীয় নর্তজের বলে বোল্ড হয়ে ফিরে যান। সূর্যকুমার যাদবের সঙ্গে বাকি রান তুলে ফেলেন ঈশান কিষান। এই মুহূর্তে প্রবল আলোচিত সূর্যকুমার এদিন ম্যাচের শেষে ১১ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

তার আগে দিল্লির ইনিংসকে এগিয়ে ধসিয়ে দেন বুমরা-বোল্ট জুটি। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ২৫ দলের ইনিংসের সর্বোচ্চ স্কোর। তিনি এবং ঋষভ পন্থের ২১ বাদে কেউ কুড়ির কোটা ছুঁতে পারেননি।

নিজের দুই ওভারে বোল্ট প্রথমেই ফিরিয়ে দেন দিল্লির দুই ওপেনার পৃথ্বী (১০) এবং শিখর ধাওয়ান (০)-কে। তখনই ম্যাচের রিংটোন সেট হয়ে যায়। তৃতীয় উইকেটে আইয়ার-পন্থের জুটি ৩৫ রান যোগ করে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করার বার্তা দিচ্ছিলেন। তবে চাহার বলে স্ট্যাম্প আউট হয়ে ফিরে যান শ্রেয়স। তারপর বালির বাঁধের মত ভেঙে পড়ে দিল্লি ইনিংস। মিডল অর্ডার একাই শেষ করে দেন বুমরা। পন্থ, স্টোয়িনিস, হর্ষল প্যাটেলকে পরপর আউট করেন বুম বুম বুমরা।

আরো পড়ুন: ৯৯-এ আউট! হতাশায় ব্যাট ছুড়ে কড়া শাস্তির মুখে গেইল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Indians IPL
Advertisment