Advertisment

দুঃস্বপ্নের আইপিএল! ব্যাটে রান নেই, এদিকে ১২ লক্ষ টাকা জরিমানা স্মিথের

অস্ট্রেলিয়ান তারকা চলতি আইপিএলে একদমই ছন্দে নেই। ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬ রানে আউট হয়ে যান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য এবার জরিমানা হল রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথের। তবে দলের এটাই প্রথম এমন অপরাধ হওয়ায় আইপিএলের স্লো ওভার রেটের ন্যূনতম শাস্তি হিসেবে অধিনায়ককে জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে।

Advertisment

স্টিভ স্মিথকে আপাতত ১২ লক্ষ টাকা গুনতে হবে জরিমানার অঙ্ক হিসাবে। আইপিএলের তরফে মিডিয়া বিবৃতিতে জানানো হয়েছে, "৬ অক্টোবর মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথকে জরিমানা করা হয়েছে। এটাই দলের প্রথম অপরাধ হওয়ায় আইপিএলের নিয়ম মেনে ন্যূনতম শাস্তি প্রদান করেই ছেড়ে দেওয়া হচ্ছে। স্মিথকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল।"

আরো পড়ুন: বীভৎস ডেলিভারিতে মাঠেই ‘খুন’ হয়ে যেতে পারতেন হার্দিক, দেখুন ভয়ঙ্কর ভিডিও

অস্ট্রেলিয়ান তারকা চলতি আইপিএলে একদমই ছন্দে নেই। ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৬ রানে আউট হয়ে যান তিনি। সূর্যকুমার যাদবের ৪৪ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংসে ভর করে মুম্বই স্কোরবোর্ডে তুলেছিল ১৯৩। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ১৩৬ রানে অলআউট হয়ে যায়।

স্মিথের আগে আরসিবি এবং দিল্লি ক্যাপিটালস অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারকেও জরিমানা করা হয়েছিল স্লো ওভার রেটের জন্য।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Steve Smith Rajasthan Royals
Advertisment