/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/image-2021-08-16T131343.011_copy_1200x676.jpg)
আফগান ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ করা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়ে গেল। তালিবান শাসনের উত্থানে আফগানিস্তানে রাজনৈতিক পালাবদল আসন্ন। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সমস্ত আফগানিস্তান। এমন অবস্থাতেই দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার, বিশেষ করে রশিদ খান, মহম্মদ নবিদের আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করে নিয়ে চূড়ান্ত সঙ্কট হাজির।
প্রায় গোটা আফগানিস্তান তালিবান দখলে চলে গিয়েছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি পাড়ি দিয়েছেন তাজিকিস্তানে। অন্যদিকে রশিদ, নবির মত তারকা ক্রিকেটাররাও আফগানিস্তানে নেই। হান্ড্রেড টুর্নামেন্ট খেলতে ব্যস্ত ইংল্যান্ডে। রশিদ এবং নবি খেলছেন যথাক্রমে ট্রেন্ট রকার্স এবং লন্ডন স্পিরিট দলের জার্সিতে। বিসিসিআই যদিও রাজনৈতিক পালাবদল সত্ত্বেও আইপিএলে আফগান ক্রিকেটারদের অংশহগ্রহন নিয়ে আশাবাদী।
আরও পড়ুন: ধ্বংস হয়ে গেল প্রিয় দেশ! বুক ফাটা ‘আর্তনাদ’ এবার রশিদ খানের
সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, "এখনই তাড়াহুড়ো করে মন্তব্য করা ঠিক হবে না। তবে আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছি। আশা করছি রশিদ সহ বাকি আফগান ক্রিকেটাররা আইপিএলে খেলবে।"
অগাস্টের ২১ তারিখ হান্ড্রেড টুর্নামেন্ট শেষ হচ্ছে। তারপরে রশিদরা ইংল্যান্ডেই থাকবেন, নাকি পরিবারের কথা ভেবে দেশে ফিরবেন, সেদিকেই নজর ক্রিকেট মহলের। যদি রশিদরা ইংল্যান্ডেই থাকেন, তাহলে সেপ্টেম্বরের ১৫ তারিখে বোর্ডের তরফে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে একই ফ্লাইটে আমিরশাহি পাঠানো হতে পারে রশিদদের।
রশিদ এবং নবি দুজনেই সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে খেলেন। এছাড়াও মুজিব উর রহমানও খেলেন হায়দরাবাদে। সঙ্কটের পরিস্থিতিতে ভারতীয় বোর্ডের তরফে আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। আইসিসির এফটিপি সূচি অনুযায়ী, আফগানিস্তান দলের শীঘ্রই শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফডজন সীমিত ওভারের সিরিজ হওয়ার কথা।
রশিদ বর্তমানে আফগানিস্তানের টি২০ দলের ক্যাপ্টেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রশিদের চাহিদা বরাবর তুঙ্গে। রশিদ এবং নবি দুজনেই বিশ্ব নেতৃত্বের কাছে আফগানিস্তানের সঙ্কট মেটানোর আর্জি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
Dear World Leaders! My country is in chaos,thousand of innocent people, including children & women, get martyred everyday, houses & properties being destructed.Thousand families displaced..
Don’t leave us in chaos. Stop killing Afghans & destroying Afghaniatan🇦🇫.
We want peace.🙏— Rashid Khan (@rashidkhan_19) August 10, 2021
রশিদ টুইটে জানিয়েছিলেন, "প্রিয় বিশ্ব নেতারা, আমার দেশ বর্তমানে প্রবল সঙ্কটের মুখোমুখি। প্রতিদিন হাজার হাজার নিরীহ মানুষ, শিশু, মহিলারা শহিদ হচ্ছে। বাড়িঘর, সম্পত্তি ধ্বংস করে ফেলা হচ্ছে। আমাদের এই ধ্বংসস্তূপের মধ্যে অনুগ্রহ করে ফেলে যাবেন না। আফগানিস্তানকে ধ্বংস করা, আফগানদের হত্যা বন্ধ হোক। আমরা শান্তি চাই।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন