রোনাল্ডো আগেই কোভিড আক্রান্ত হয়েছেন। করোনার শিকার রোনাল্ডিনহো। রবিবার কিংবদন্তি ফুটবলার নিজেই জানান, তিনি কোভিড পজিটিভ তবে কোনোরকম উপসর্গ ছাড়াই। এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন।
ব্রাজিলের প্রবাদপ্রতিম ফুটবলার বেলো হরাইজন্তে-তে স্থানীয় দল আতলেতিকো মিনেইরোর হয়ে খেলেছিলেন। সেখানেই কোভিড টেস্ট করেন তিনি। তারপরে ফলাফল আসতেই বোঝা যায় ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিনি।
আরো পড়ুন: কারাগারে রোনাল্ডিনহো, টুইটারে প্রকাশ জেলখানা থেকে প্রথম ছবি
রবিবার নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, "বেলো হরাইজন্তে-তে গতকাল এসেছিলাম। আমি কোভিড টেস্ট করি। তবে আমি পজিটিভ। আমি সুস্থ রয়েছি। আসিম্পটোম্যাটিক এখনো পর্যন্ত।"
প্রাক্তন বার্সেলোনা, পিএসজি, গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো, এসি মিলান তারকা জানিয়েছেন, তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত স্থানীয় একটি হোটেলেই থাকবেন।
চলতি বছরের শুরুতেই রোনাল্ডিনহো এবং তাঁর ভাই ও বিজনেস ম্যানেজার ভুয়ো পাসপোর্ট নিয়ে প্রবেশ করে একমাস হাজতবাস করেছিলেন।
২০০৫ এর ব্যালন ডি’অর জয়ী এবং বার্সেলোনার এই প্রাক্তন তারকাকে রাখা হয়েছিল প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের এক কয়েদখানায়।
তাঁর জামিনের আবেদন এবং গৃহবন্দি থাকার আবেদন, দুইই খারিজ করে দিয়েছিল প্যারাগুয়ের এক আদালত। হাতকড়া পরিয়ে রোনাল্ডিনহো এবং তাঁর ভাইকে জাল নথি দেখিয়ে দেশে প্রবেশ করার অভিযোগে প্যারাগুয়ের আদালতে হাজির করা হয়।
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রোনাল্ডিনহো জানিয়েছিলেন, ব্যবসায়িক কারণেই আসুনসিয়ন যান তিনি। প্রাক্তন ফুটবলার এবং তাঁর ভাইয়ের দাবি, তাঁদের প্রয়োজনীয় নথিপত্র “উপহার” হিসেবে তাঁদের দেন উইলমনদেস সুসা লিরিয়া নামক এক ব্রাজিলীয় ব্যবসায়ী, যিনিও আপাতত জেলে।
উল্লেখ্য, রোনাল্ডিনহোর ব্রাজিলীয় পাসপোর্ট পরিবেশ-সংক্রান্ত অপরাধ ঘটিত একটি মামলার জেরে ২০১৮ সালের নভেম্বর মাসে বাজেয়াপ্ত করা হয়।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন