সোমবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার বিরুদ্ধে নামার আগে বিরাট কোহলির আসল চিন্তা দলের পেস আক্রমণ নিয়েই। জয় দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিল আরসিবি। তবে কিংস ইলেভেনের বিরুদ্ধে শোচনীয়ভাবে ভেঙে পড়ে আরসিবি। ৯৭ রানে হারতে হয় বিরাটদের।
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে একদমই ব্যর্থ কোহলি। করেছেন মাত্র ১৪ ও ১। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ফর্মে ফিরতে মরিয়া থাকবেন কোহলি। ওপেনার দেবদূত পাডিকাল হাফসেঞ্চুরি করে আইপিএল অভিষেক স্মরণীয় করে রেখেছিলেন। তিনিও কিংসদের বিপক্ষে রান পাননি। আপাতত ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ তাঁর কাছে।
আরো পড়ুন: IPL 2020: সঞ্জুই কি পরের ধোনি! তরজায় জড়ালেন শশী থারুর, গম্ভীর
অজি তারকা ফিঞ্চ ভালো শুরু বড় রানে নিয়ে যেতে চাইবেন। ব্যাট হাতে ছন্দে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি লোয়ার অর্ডারের সঙ্গে শেষদিকে ঝড় তুলতে চাইবেন। আরসিবি ম্যানেজমেন্ট মঈন আলিকে প্রথম একাদশে খেলাতে চাইছে। তবে সেক্ষেত্রে বাইরে থাকতে হবে তরুণ উইকেটকিপার জোসে ফিলিপকে। ফিলিপিকেও ধরে রাখতে হলে বাদ দিতে হবে স্টেইনকে।
এদিকে, এখনও পরিষ্কার নয়, চোটের কারণে প্রথম দুই ম্যাচে বাইরে থাকা ক্রিস মরিসকে মুম্বই ম্যাচে আরসিবি পাবে কিনা!
স্পিন বিভাগে ফের একবার নেতৃত্ব দিতে তৈরি যুজবেন্দ্র চাহাল। তবে নভদীপ সাইনি অনেক রান খরচ করে ফেলছেন। সেই সঙ্গে পেস বিভাগে ডেল স্টেইন এবং উমেশ যাদবও সেভাবে প্রভাব ফেলতে ব্যর্থ। প্রথম একাদশে ডেল স্টেইন নিজের জায়গা সম্ভবত ধরে রাখবেন। তবে উমেশ যাদবের বদলে মহম্মদ সিরাজকে মুম্বই ম্যাচে দেখা যেতে পারে।
আরসিবির তুলনায় অবশ্য অনেক ভালো জায়গায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেন রোহিত শর্মা কেকেআরের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্মের জানান দিয়েছেন। রানের মধ্যে রয়েছেন তিন নম্বরে নামা সূর্যকুমার যাদবও। আগের ম্যাচের থেকে এবার মুম্বই একাদশে একটাই পরিবর্তন ঘটতে পারে, তা হল সৌরভ তিওয়ারির পরিবর্তে জায়গা পেতে পারেন ঈশান কিষান।
ব্যাটিং লাইন আপের দুরন্ত শক্তিতে সংযোজন কায়রণ পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া। এই দুই বোলারই অতিরিক্ত বোলারের ওভারের কোটা পূরণ করবেন। কোচ মাহেলা জয়াবর্ধনে আগেই জানিয়ে দিয়েছেন, চোট সরিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা হার্দিককে অতিরিক্ত চাপ দেওয়া হবে না।
মুম্বইয়ের আরো এক সদর্থক বিষয়, সিএসকের বিরুদ্ধে নজর কাড়তে না পারা জসপ্রীত বুমরাকে নিজের পুরোনো ছন্দে পাওয়া গিয়েছে। জেমস প্যাটিনসন এবং কিউয়ি বোলার ট্রেন্ট বোল্টও নিজেদের ভূমিকায় সফল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তাঁরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন