রোহিত শর্মাকে রাখা হয়নি। আবার অস্ট্রেলিয়াগামী বিমানে তাঁর পরিবর্ত হিসাবেও নিয়ে যাওয়া হচ্ছে না সূর্যকুমার যাদবকে। অজি সিরিজের দল ঘোষণার পর থেকেই শিরোনামে রোহিত এবং সূর্যকুমার। দুজনের দলে জায়গা না পাওয়া নিয়ে বিতর্কে এখনো ইতি পড়েনি। তবে এমন অবস্থায় সূর্যকুমার যাদবকে ভরসা দিচ্ছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।
বোর্ড সভাপতি সূর্যকে আশ্বাস দিয়ে জানিয়ে দিলেন, শীঘ্রই সূর্য সুযোগ পাবেন জাতীয় দলে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানান, "ও দারুণ ক্রিকেটার। খুব শীঘ্রই ওর সুযোগ আসবে।"
আরো পড়ুন: জাতীয় দলে বাদ, কোহলিকে মাঠেই লাল চোখ সূর্যকুমারের, রইল ভিডিও
বেশ কয়েক মরশুম ধরেই সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক সূর্যকুমার। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২০১৯ এ সূর্যকুমারের সংগ্রহে ৪২৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন গত বছর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতেও দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হন। ৫১ গড়ে করেছিলেন ৩৬০ রান। চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই ১৪ ম্যাচে ৪০.২২ গড়ে ৪১০ রান করে ফেলেছেন। এমন পারফরমেন্সের পরেও জাতীয় ফলে সুযোগ না পাওয়ায় প্রবল বিতর্ক তৈরি হয়েছে।
তবে শুধু সূর্যকুমার একাই নন, সৌরভ বেশ কিছু তরুণ প্রতিভার খেলায় প্রভাবিত হয়েছেন। মহারাজের নজর কেড়ে নিয়েছেন সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠি, বরুণ চক্রবর্তী, শুভমান গিল, দেবদূত পাডিক্কলরা। ব্যাট এবং বল হাতে বারেবারে পারফরম্যান্সের পুরস্কার ইতিমধ্যেই পেয়েছেন সঞ্জু স্যামসন ও বরুণ চক্রবর্তী। দুজনকেই রাখা হয়েছে অজি সফরের স্কোয়াডে।
আইপিএলের দ্বিতীয় পর্যায়ে কেকেআর টপ অর্ডারে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছেন রাহুল ত্রিপাঠি। আরসিবির পাডিক্কল চলতি আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার। আইপিএলের এমারজিং ক্রিকেটার হওয়ার অন্যতম দাবিদার তিনি। ১৪ ম্যাচে ৪৭২ রান করে তিনি আপাতত আরসিবি সর্বোচ্চ রান সংগ্রাহক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন