ক্রিকেটার হিসেবে একসময় মাতিয়ে গিয়েছেন শারজা। এবার প্রশাসক হিসাবে শারজা ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত সপ্তাহে ৯ তারিখেই আমিরশাহি পাড়ি দিয়েছিলেন সৌরভ। তারপর বাধ্যতামূলক ৬ দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়েই এবার নেমে পড়লেন সরজমিনে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে।
সৌরভের সঙ্গে স্টেডিয়াম পরিদর্শনে ছিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, এবং বোর্ডের সিওও হেমাঙ্গ আমিন। শারজার আইকনিক স্টেডিয়ামে যাওয়ার ছবি সৌরভ শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম একাউন্টেও।
এবার আইপিএল খেলা হচ্ছে তিনটে ভেন্যুতে- দুবাই, আবু ধাবি এবং শারজা। আইপিএলের ১২টি ম্যাচ আয়োজন করবে শারজা। সেপ্টেম্বরের ২২ তারিখে শারজায় প্রথম ম্যাচ সিএসকে বনাম রাজস্থান রয়্যালসের। ৩ অক্টোবর শারজায় একটি দুপুরের খেলাও রয়েছে। সেই ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন ধোনিকে দেখতে দাও, গেটের কাছে আকুল আর্তি! দুবাই ‘সাক্ষী’ ধোনি প্রেমের
যাইহোক, দুবাই ও আবু ধাবি- এই দুই স্টেডিয়ামের আগেই সৌরভ প্রথম পরিদর্শন করে শারজা। এমনটাই জানিয়েছে গালফ নিউজ।
কোভিড প্রটোকল মেনে শারজা স্টেডিয়ামে একাধিক পরিবর্তন আনা হয়েছে সম্প্রতি। রয়্যাল স্যুইট বানানো হয়েছে। কমেন্ট্রি ও ভিআইপি হস্পিটালিটি বক্সে ঢালাও পরিবর্তন এসেছে। সৌরভ জানালেন, শারজার এই স্টেডিয়ামে খেলতে মুখিয়ে ভারতের তরুণ ক্রিকেটাররা। এই স্টেডিয়ামেই অনন্য ইনিংস উপহার দিয়েছিলেন সুনীল গাভাস্কার, শচীন তেন্ডুলকারের মত দুই কিংবদন্তি। সেখানেই নামতে চাইছেন পন্থ, শ্রেয়স আইয়াররা।
সৌরভের কীর্তিও কম নেই শারজায়। একটা শতরান সহ পাঁচটি মহারাজকীয় হাফসেঞ্চুরি রয়েছে। রান করেছেন ৭০০রও উপর। এদিন শারজা স্টেডিয়াম পরিদর্শন করার সময় বেশ নস্ট্যালজিক হয়ে পড়েন মহারাজ। ক্রিকেটার হিসেবে শারজা মাতিয়েছিলেন, এবার ভারতীয় ক্রিকেটের বস হিসাবে সফল হতে পারেন কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন