Advertisment

জঘন্য ফর্মে কোহলি! ফের একবার বিরাটকে নিয়ে মুখ খুললেন গাভাসকার

কিছুদিন আগেই গাভাস্কারের কোহলি-মন্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেসব ঘটনা সরিয়ে রেখে গাভাস্কার বলে দিয়েছেন অন্য কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি আইপিএলের সংস্করণ ভুলে যাওয়ার চেষ্টা করবেন বিরাট কোহলি। আমিরশাহিতে দেশি হোক বা বিদেশি, কোনো বোলারদের বিপক্ষেই ছন্দে দেখা যায়নি সুপারস্টারকে। দল তিনটে ম্যাচের মধ্যে দুটোয় জিতলেও কোহলির মিলিত অবদান মাত্র ১৮ রান। তিন ম্যাচে তাঁর রানসংখ্যা যথাক্রমে ১৪, ১ এবং ৩।

Advertisment

কোহলি ব্যাট হাতে যেমন ব্যর্থ হচ্ছেন, তেমনই বিতর্কবিদ্ধও হতে হচ্ছে তাঁকে। এমনই দুঃসময়ে কোহলির হয়ে এবার ব্যাট ধরলেন স্বয়ং সুনীল গাভাস্কার। কিছুদিন আগেই গাভাস্কারের কোহলি-মন্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল।

আরও পড়ুন: রায়নাকে বড় ‘শাস্তি’ দিল সিএসকে, ফেরার দরজা পুরোপুরি বন্ধ বাঁ হাতির

তবে সেসব ঘটনা সরিয়ে রেখে গাভাস্কার বলে দিয়েছেন, "বিরাটের ক্লাস যে আলাদা তা নিয়ে কোনো সন্দেহই নেই। ওর যদি তিনটে খারাপ ম্যাচ যায়-ও, তাতে কী! ও এমন ব্যাটসম্যান, যে টুর্নামেন্টের শেষের দিকে এসব ঢেকে দেওয়ার ক্ষমতা রাখে।"

গাভাস্কারের যুক্তি, "ও হয়ত খুব মন্থরভাবে শুরু করেছে। তবে টুর্নামেন্ট শেষের পর দেখা যাবে অন্যবারের মত এবারেও কোহলির নামের পাশে ৪০০-৫০০ রান। ২০১৬ সালেই তো কোহলি টুর্নামেন্টে চারটে শতরান সহ প্রায় একহাজার রান করেছিল। এবার হয়ত অত রান করতে পারবে না, প্রথম তিন ম্যাচে রান না পাওয়ায়। তবে টুর্ণামেন্টে ৫০০ রান করতেই পারে।"

শনিবারই কোহলি দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে খেলতে নামছেন আরসিবির জার্সিতে। প্রতিপক্ষ চূড়ান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে কিং কোহলি গাভাস্কারের অভয়বাণী পেয়ে ঝলসে ওঠেন কিনা, সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Sunil Gavaskar
Advertisment