Advertisment

IPL 2020: মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন ট্রেন্ট বোল্ট

ক্যাপিটালস নিজেদের স্কোয়াডে আরও পরিবর্তন করেছে আইপিএলের নিলামে নামার আগে। শেরফানে রাদারফোর্ড ও মায়াঙ্ক মার্কান্ডেকে ট্রেডিংয়ে পাঠিয়ে দিয়েছে মুম্বইয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Trent Boult

এবার মুম্বইতে খেলবেন বোল্ট (আইপিএল টুইটার)

দিল্লি ক্যাপিটালস ট্রেন্ট বোল্টকে ট্রেডিংয়ে পাঠিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সে। আসন্ন মরশুমে বোল্টকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে দেখা যাবে। পাশাপাশি কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার অঙ্কিত রাজপুত ট্রেডিং চলে এলেন রাজস্থান রয়্যালস-এ। শিল্পা শেঠীর দলের জার্সিতে তাঁকে আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে।

Advertisment

২০১৮ সালে নিউজিল্যান্ডের তারকা পেসারকে ২.২০ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্যাচে কিউয়ি পেসার ১৮টি উইকেটও দখল করেছিলেন। তবে গতবার ২০১৯-এর আইপিএলে বোল্ট পুরনো ফর্মের ধারেকাছে আসতে পারেননি। পাঁচটি ম্যাচ খেলে তাঁর শিকারের সংখ্যা ছিল ৫। বোলিং গড় ছিল ৩২.৬০। সবমিলিয়ে আইপিএলে ৩৩টি ম্যাচ খেলে বোল্টের সংগ্রহে রয়েছে ৩৮টি উইকেট। ইকোনমি রেট বেশ ভাল ৮.৭৮।

আরও পড়ুন কিংস নয়, অশ্বিন এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে

দিল্লির ফিরোজ শাহ কোটলার পিচ বর্তমানে স্পিন সহায়ক। সেই কারণে পণ্টিংয়ের দল রীতিমতো স্পিনারদের দিয়ে আক্রমণ সাজাচ্ছে। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে কিছুদিন আগেই দিল্লি কিনেছে রবিচন্দ্রন অশ্বিনকে। সুচিতকে বিক্রি করে দেওয়া হয়েছে কিংস ইলেভেনকে।

ক্যাপিটালস নিজেদের স্কোয়াডে আরও পরিবর্তন করেছে আইপিএলের নিলামে নামার আগে। শেরফানে রাদারফোর্ড ও মায়াঙ্ক মার্কান্ডেকে ট্রেডিংয়ে পাঠিয়ে দিয়েছে মুম্বইয়ে।

অন্যদিকে অঙ্কিত রাজপুত ২০১৮ সালেই কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। ২৩টি আইপিএল ম্যাচ খেলে তাঁর সংগ্রহে আপাতত ২২টি উইকেট। আইপিএলে পাঁচ উইকেট নেওয়া রাজপুতই এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে একটাও ম্যাচ খেলেননি। তাঁর স্মরণীয় পারফরম্যান্স ২০১৮-এ। লিগ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৫ উইকেট।

Read the full article in ENGLISH

IPL Rajasthan Royals Mumbai Indians Trent Boult
Advertisment