স্থাপত্যবিদ থেকে ক্রিকেটার! বরুণের রহস্য বল চমকাল ওয়ার্নারকেও

নিলামে আরসিবিকে টেক্কা দিয়ে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে ভেড়ায় কেকেআর। কেকেআরের এই 'বিনিয়োগ' যে খারাপ হয়নি, তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন বরুণ।

নিলামে আরসিবিকে টেক্কা দিয়ে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে ভেড়ায় কেকেআর। কেকেআরের এই 'বিনিয়োগ' যে খারাপ হয়নি, তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন বরুণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্থাপত্য বিদ্যা নিয়ে পড়াশুনা করতে চেয়েছিলেন। তবে ক্রিকেটের প্রতি আকর্ষণ কমছিলই না। সব কিছু ছেড়েছুড়ে বরুণ চক্রবর্তী হয়ে যান ক্রিকেটার। সেই বরুণ চক্রবর্তী আপাতত ভারতীয় ক্রিকেটের 'নারিন'। এমনটাই বলছে সোশ্যাল মিডিয়া। শনিবার রাতের পর।

Advertisment

যেভাবে বোকা বানিয়ে ডেভিড ওয়ার্নারের মত বিশ্বখ্যাত ক্রিকেটারকে আউট করলেন, তা দেখে ক্রিকেট বিশ্ব অবাক। ঘূর্ণি নয় বরং হালকা একটা মোচড়। তাতেই কেঁপে গেল ডেভিড ওয়ার্নারের স্ট্যাম্প।

আরো পড়ুন: IPL 2020: শুভমানের দাদাগিরিতে সহজ জয় কেকেআরের, টানা দু ম্যাচ হার হায়দরাবাদের

Advertisment

ওয়ার্নার-বেয়ারস্টোর মারকাটারি পার্টনারশিপ কেকেআরের বিরুদ্ধে চমক দিতে পারেনি। শুরুতেই বেয়ারস্টোর স্ট্যাম্প ছিটকে দিয়েছিলেন প্যাট কামিন্স। তবে ওপেনিং পার্টনারকে হারালেও ডেভিড ওয়ার্নার মনীশ পান্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন। ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছিল এই জুটি।

তবে কেকেআরের নতুন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী আসতেই ওয়ার্নারের জারিজুরি শেষ। ৩০ বলে ৩৬ করার পর বরুণ চক্রবর্তীর স্ট্রেটারে ঠকে যান অজি তারকা। ওয়ার্নার ফিরে যাওয়ার ধাক্কা আর সামলাতে পারেনি হায়দরাবাদ। দেড়শোও অনেক আগেই থেমে যায় তাদের ইনিংস। তারপরেই শনিবার রাতের পরে বরুণের নতুন নাম 'ভারতীয় নারিন'।

২০১৯ এর নিলামে হৈচৈ ফেলে দিয়েছিলেন বরুণ চক্রবর্তী। তামিলনাড়ুর হয়ে মাত্র ৯ টা লিস্ট এ ম্যাচ খেলা বরুনকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নেয় ৮.৪ কোটি টাকায়। তবে অভিষেক মরশুম সুখের হয়নি তামিল ক্রিকেটারের। শুরুর ম্যাচেই ৩ ওভারে ৩৫ রান খরচ করার পাশাপাশি কাঁধের চোটে ছিটকে যেতে হয় আইপিএল থেকে।

শেষ বার নিলামের আগেই বরুণ চক্রবর্তীকে রিলিজ করে দেয় কিংস ইলেভেন। সেই মিস্ট্রি স্পিনারকেই কেকেআর কিনে নেয় ৪ কোটি টাকায়। নিলামে আরসিবিকে টেক্কা দিয়ে বরুণ চক্রবর্তীকে স্কোয়াডে ভেড়ায় কেকেআর। কেকেআরের এই 'বিনিয়োগ' যে খারাপ হয়নি, তা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন বরুণ।

ওয়ার্নারকে বিখ্যাত ডেলিভারিতে আউট করা বরুণ পরবর্তী কালেও এমন বিস্ময় ছড়াতে পারবেন কিনা, তা দেখা যাবে আগামী ম্যাচ গুলোতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Sunrisers Hyderabad