/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/imgonline-com-ua-twotoone-kIPN1G7sK7IEAHo_copy_759x422.jpg)
প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হার। তারপরে ফের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও হার হজম করতে হয়েছে সিএসকেকে। টানা দুটো ম্যাচে হারের পর এবার চেন্নাইকে বিঁধলেন বীরেন্দ্র শেওয়াগ।
ধোনির নেতৃত্বাধীন চেন্নাই ৪৪ রানে দিল্লির কাছে হেরেছে শুক্রবার। টানা দুই ম্যাচেই সিএসকের ব্যাটিং তুমুল ব্যর্থ। দুই ম্যাচেই দেখে মনে হয়নি ধোনিদের জেতার কোনো ইচ্ছা রয়েছে বলে। দিল্লির বিপক্ষে তো সিএসকে স্কোরবোর্ডে মাত্র ১৩১ তুলেছে।
আরও পড়ুন: শিরোনামে আসতেই কি গাভাস্কারকে ‘অপমান’ অনুষ্কার, প্রশ্ন তুলে দিয়ে টুইট পাঠানের
দিল্লির দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং অমিত মিশ্রর বোলিংয়ের দিশা খুঁজে পায়নি চেন্নাই। দুই স্পিনার ৮ ওভারে মাত্র ৪১ রান খরচ করে সিএসকেকে আটকে দিয়েছেন। সেই সঙ্গে দুই পেসার এনরিখ নর্তজে এবং রাবাদার বোলিংয়েরও মোকাবিলা করতে ব্যর্থ সিএসকে।
ধোনি আগের ম্যাচের স্ট্র্যাটেজি থেকে সরে এসে নিজেকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে তুলে এনেছিলেন। তবে তাতেও ম্যাচের ভাগ্য বদলায়নি। আগের রয়্যালস ম্যাচেও ২১৭ রান তাড়া করার কোনো ইচ্ছাই ফুটে ওঠেনি চেন্নাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে। শেষ পর্যন্ত ধোনির তিন ছক্কায় স্কোর ২০০ পৌঁছালেও ম্যাচে কার্যত কোনো প্রতিদ্বন্দিতাই ফুটে ওঠেনি।
দিল্লি ম্যাচে হারের পর ধোনিদের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন স্বয়ং বীরেন্দ্র শেওয়াগ। তিনি টুইটারে পোস্ট করে লিখলেন, "চেন্নাইয়ের ব্যাটসম্যানরা তো খেলতেই পারছে না। পরের ম্যাচে গ্লুকোজ খেয়ে মাঠে নামতে হবে।"
Chennai ke batsman simply not getting going. Glucose chadwaake aana padega next match se batting karne.
— Virender Sehwag (@virendersehwag) September 26, 2020
শেওয়াগের বিদ্রুপের কড়া জবাব ধোনিরা পরের ম্যাচে দিতে পারেন কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন