আইপিএলের প্লে অফে পৌঁছেও শেষ রক্ষা হয়নি। ফাইনালে সিএসকের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কেকেআরের। ২০১৪-র পরে এবারেই আইপিএলের ফাইনালে পৌঁছেছিল নাইট বাহিনী। নিলামের আগে কেকেআর রিটেন করেছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তীকে। রিলিজ করে দেওয়া তালিকায় রয়েছেন গিল, মর্গ্যান সহ একাধিক বড় নাম।
রিলিজ করে দেওয়া তারকাদের মধ্যে শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, লকি ফার্গুসনকে যেমন করে পুনরায় পেতে মরিয়া থাকবে কেকেআর, তেমন ফ্র্যাঞ্চাইজিতে খেলে যাওয়া বেশ কিছু পুরোনো মুখকেও নিলামে কিনতে পারে দল।
আরও পড়ুন: IPL-এ ১০০ কোটিতে নারিন! কোটি কোটি টাকা কামিয়ে ইতিহাসে KKR সুপারস্টার
মোজেস হেনরিক্স: ২০০৯-এ কেকেআরের জার্সিতে অভিষেক ঘটে পর্তুগিজ বংশোদ্ভূত অস্ট্রেলীয় অলরাউন্ডারের। সেই সিজনেই হেনরিক্স একমাত্র খেলেন নাইটদের জার্সিতে। ৩৮ রান করার সঙ্গে ২ উইকেট নিয়েছিলেন সেবার।
তবে এখন হেনরিক্স বেশ পরিণত। গত মরশুমে পাঞ্জাবের জার্সিতে বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। চার ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৩১ রান করেছেন প্রীতি দলের হয়ে। বিবিএলে বেশ ভাল খেলছেন তিনি। ৯১টি বিগ ব্যাশ লিগের ম্যাচে হেনরিক্স ২১০৪ রান করেছেন। আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসাবে অস্ট্রেলীয় তারকাকে ঘরে ফেরাতে পারে নাইট ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: KKR ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে গম্ভীর! নিলামের আগেই মহা দলবদল IPL-এ
ইশান্ত শর্মা: আইপিএলের প্ৰথম তিন মরশুমে কেকেআরের হয়ে খেলেছেন ইশান্ত। ৩১ ম্যাচে সোনালি-বেগুনি জার্সিতে ২৫ উইকেটও নিয়েছেন। স্ট্রাইক রেট ২৬-এর আশেপাশে। কেরিয়ারের সায়াহ্নে এসে টেস্টে নিজের ফর্ম হারিয়েছেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও বড়সড় অস্ত্র হয়ে ওঠার ক্ষমতা রাখেন তারকা।
দিল্লি ক্যাপিটালসের হয়ে বেশ ভাল পারফর্ম করেছেন গত কয়েক মরশুমে। ১৭ ম্যাচে ১৪ উইকেট দখল করেছেন ইশান্ত। কেকেআর এমন একজন পেসারের সন্ধান করছে, যিনি পেস বিভাগে নেতৃত্ব দিতে পারেন। ইশান্ত সেই দায়িত্ব পালন করতেই পারেন।
ক্রিস গেইল: শাহরুখ খানের দলে ফের ফিরতে পারেন ক্যারিবিয়ান ক্যাসানোভা গেইল। ২০০৯-এ কেকেআরের জার্সিতে আইপিএল কেরিয়ারের সূচনা ঘটেছিল সুপারস্টারের। নাইটদের হয়ে ১৪০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ৪৬৩ রান করে গিয়েছেন মহাতারকা। শুভমান গিলকে ছেড়ে দেওয়ার পরে একজন ওপেনারের খোঁজে রয়েছে কেকেআর। সেই ভূমিকায় কেকেআরের প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছলেও এখনও ক্রিজে বোলারের সমীহ আদায় করে নিতে পারেন তারকা। তাঁকে কি ফের দেখা যেতে পারে ইডেন গার্ডেন্সে, নিলামেই ঠিক হয়ে যাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন