রবিবার বহু প্রতীক্ষিত আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। সমস্ত দলের অধিকাংশ তারকাই আপাতত পাড়ি জমিয়েছেন আমিরশাহিতে। অনেকেই আইসোলেশন পর্বের মেয়াদ শেষ করে অনুশীলনে নেমে পড়েছেন। ভারতীয় তারকারা ইংল্যান্ড থেকে ফিরে আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন। দ্রুতই মাঠে নামবেন তাঁরা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং শ্রীলঙ্কা থেকে আসা ক্রিকেটাররাও দু-একদিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে যোগ দেবেন। বিদেশি ক্রিকেটাররা কারা যোগ দিচ্ছেন, তা সমস্ত ফ্র্যাঞ্চাইজিই আপাতত জেনে গিয়েছেন। পরিবর্ত ক্রিকেটারদেরও বাছাই পর্ব চূড়ান্ত। যদিও সানরাইজার্স হায়দরাবাদ এখনও মুজিব উর রহমানকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে।
আরও পড়ুন: ISL এর পর এবার IPL! তারকাখচিত ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী সঞ্জীব গোয়েঙ্কা
সংবাদসংস্থা সূত্রের খবর, তারকা লেগ স্পিনার এখনও আমিরশাহির ভিসা পাননি। এক সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, "এই বিষয়ে এখনও কথাবার্তা চলছে। তবে মুজিব উর রহমানকে পাওয়ার বিষয়ে কোনও নিশ্চয়তা পাইনি। কবে দলে যোগ দেবে তা-ও জানি না আমরা। ওঁর এন্ট্রি ভিসা নিয়ে সমস্যা রয়েছে। দ্রুতই এই বিষয়ে আপডেট দেওয়া হবে।"
আইপিএলের নিলামে মুজিব উর রহমান ১.৫ কোটি টাকার বেস প্রাইসে যোগ দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। ভারতীয় পর্বে দলের দুই ম্যাচে হয়ে ২ উইকেটও নিয়েছিলেন তিনি। এর আগে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন তারকা আফগান।
আরও পড়ুন: আইপিএলের সেরা তিন রেকর্ড, যা আজও কেউ ভাঙতে পারেননি
মুজিব উর রহমানকে নিয়ে অনিশ্চয়তার দোলাচলে থাকার মধ্যেই হায়দরাবাদ জানিয়ে দিয়েছে জনি বেয়ারস্টোর সার্ভিস তাঁরা পাবেন না। তাঁর পরিবর্তে হায়দরাবাদে যোগ দিচ্ছেন শেরফানে রাদারফোর্ড।
প্রথম পর্বে ৭ ম্যাচে মাত্র ১টা জয় নিয়ে হায়দরাবাদ পয়েন্ট তালিকায় একদম নিচে রয়েছে। সেপ্টেম্বরের ২২ তারিখে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করছে দ্বিতীয় পর্বে।
আরও পড়ুন: সম্মান নেই কেকেআরে! আইপিএল শুরুর আগেই মর্গ্যানকে তুলোধোনা কুলদীপের, দেখুন ভিডিও
এরপরে সানরাইজার্স যথাক্রমে খেলবে পাঞ্জাব কিংস (২৫ সেপ্টেম্বর), রাজস্থান রয়্যালস (২৭ সেপ্টেম্বর), সিএসকে (৩০ সেপ্টেম্বর), কেকেআর (৩ অক্টোবর), আরসিবি (৬ অক্টোবর) এবং মুম্বই ইন্ডিয়ান্স (৮ অক্টোবর)।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন