Advertisment

ব্যাট হাতে বিরল নজির গড়েন ধোনির পূর্বসূরি! তাঁকেই কোচ করে চমকে দিল ক্যাপিটালস

ক্যাপ্টেন নিয়ে সমস্যার মধ্যেই সহকারী কোচ নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস। জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান অজয় রাতরাকে সহকারী কোচের পদে আনল ক্যাপিটালস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ধোনির উত্তরসূরি ছিলেন জাতীয় দলে। একসময় জাতীয় দলের নিয়মিত উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলতেন। পরে সেই ব্যাটন পাকাপাকিভাবে মহেন্দ্র সিং ধোনির হাতে বর্তায়। সেই অজয় রাতরাকেই এবার আসন্ন আইপিএলের আগে সহকারী কোচ হিসেবে নিয়োগ করল দিল্লি ক্যাপিটালস।

Advertisment

রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে রাতরা বলে দিলেন, "দিল্লি ক্যাপিটালস দলে সহকারী কোচ হিসেবে যোগদান করতে পেরে আমি সম্মানিত। দলে প্রতিভার ছড়াছড়ি। এমন দলে কাজ করা বেশ চিত্তাকর্ষক অভিজ্ঞতা হতে চলেছে। এমন সুযোগ দেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালস দলের ম্যানেজমেন্টের কাছে আমি কৃতজ্ঞ।"

আরো পড়ুন: গিলক্রিস্ট-ধোনিকেও পেরিয়ে যাবেন পন্থ! ঋষভের আগ্রাসনে মুগ্ধ কিংবদন্তি

দিল্লি ক্যাপিটালসের সিইও বিনোদ বিস্ত অজয় রাতরাকে স্বাগত জানিয়েছেন। "প্লেয়ার এবং কোচ হিসেবে ওঁর অভিজ্ঞতা অপরিসীম। ওঁকে স্কোয়াডে পেয়ে ভাল লাগছে। ওঁর যোগদানে দল আরো শক্তিশালী হবে।"

৩৯ বছরের রাতরা কিছুদিন আগেই সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে আসাম দলের কোচ ছিলেন। তাঁর আগে পাঞ্জাবের রঞ্জি দলের কোচিংয়ের অভিজ্ঞতার রয়েছে। জাতীয় মহিলা দলের ক্যাম্পে ফিল্ডিং এবং উইকেটকিপিং কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি। তবে এই প্রথমবারের মত রাতরা কোনো আইপিএল দলের কোচিং স্টাফে যুক্ত হলেন।

২০০২ সালে ইতিহাস গড়েন রাতরা। সর্বকনিষ্ঠ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ২০ বছর বয়সে টেস্ট শতরান করার কৃতিত্ব অর্জন করেছিলেন। বিদেশে দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবেও সেঞ্চুরি করেন তিনি। জাতীয় দলের হয়ে মোট ৬টি টেস্ট এবং ১২টি একদিনের ম্যাচ খেলেছেন। বর্তমানে ওএনজিসি-তে চাকুরিরত তিনি। দিল্লি ক্যাপিটালস দলের হেড কোচ রিকি পন্টিং। সহকারী কোচ হিসেবে স্কোয়াডে রয়েছেন প্রবীণ আমরে, মহম্মদ কাইফ এবং জেমস হোপস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Delhi Capitals
Advertisment