Advertisment

মুম্বই ইন্ডিয়ান্সকে আবেগী বার্তা আম্বানির! আকাশের ভিডিওয় চোখে জল আইপিএলের

আইপিএলে হ্যাটট্রিক করার সুযোগ হাতছাড়া করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আমিরশাহি পর্বে একদমই নজর কাড়তে পারেনি মুম্বই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টানা দুবার আইপিএল চ্যাম্পিয়ন। তবে জয়ের হ্যাটট্রিক ভেসে গেল মরুশহরে এসে। প্লে অফে উঠতে ব্যর্থ হয়ে মুম্বই এবার আইপিএলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। কেকেআরের সমসংখ্যক ১৪ পয়েন্ট অর্জন করলেও নেট রানরেটের হিসাবে মুম্বই ছিটকে গিয়েছে প্লে অফের আগে।

Advertisment

আইপিএলের প্ৰথম পর্বে সেভাবে ছন্দে না থাকলেও সাত ম্যাচে চারটে ম্যাচ জিতে প্লে অফে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিল রোহিত শর্মার দল। তবে আমিরশাহি পর্বে একের পর এক ম্যাচ হেরে মুম্বই শেষমেশ ছিটকে গিয়েছে অভাবনীয়ভাবে। আমিরশাহিতে প্ৰথম তিন ম্যাচে মুম্বই হেরে বসে সিএসকে, কেকেআর এবং আরসিবির কাছে।

আরও পড়ুন: বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেই কোটি কোটি টাকা! বিরাট ঘোষণায় ঝড় তুলল আইসিসি

আইপিএলে ঐতিহাসিক হ্যাটট্রিকের বিরল নজির গড়ার সুযোগ ছিল মুম্বইয়ের কাছে। তবে এবার চরম হতাশ হয়েই মুম্বইয়ের অভিযান শেষ হয়েছে। তবে এতে দলের পাশে দাঁড়িয়েছেন দলের মালিক আকাশ আম্বানি। সাফ জানিয়ে দিয়েছেন, দলের পারফরম্যান্সে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর।

মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রামে এক ভিডিওতে আকাশ আম্বানি বলেছেন, "এই সময় চক্রকে আমরা মনে রাখল সফল এক পর্ব হিসাবেই। চার বছরের মধ্যে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া মোটেই সহজ নয়। টানা ৩০-৩৫ ম্যাচে ধারাবাহিকভাবে ভাল খেলার কতটা কঠিন, সেটা আমরা জানি। এমনকি এই মরশুমেও খুব বেশি অনুশোচনা করার জায়গায় নেই। কারণ আমরা খুবই সফল একটা ফ্র্যাঞ্চাইজি।"

টানা চার বছর দুরন্ত খেলার জন্য আম্বানি মুম্বই দলের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হৃদয় ভরিয়ে দেওয়া বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছে, "মুম্বইয়ের সাফল্যে অবদানের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। সকলকে একই দলে পাওয়া দারুণ সম্মানের বিষয়। মনে হয় আমরা একটা পরিবারের মতই রয়েছি। ভবিষ্যতে যাই ঘটুক না কেন, মুম্বই সকলের পাশেই থাকবে।"

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ১৫০ কিমির গতির বোলার! কয়েকমাসেই বদলে গেল জীবন

আগামী বছরেই আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে মাত্র দুজনকে রিটেন করতে পারবে মুম্বই। তাই সফলতম ফ্র্যাঞ্চাইজির কোর গ্রুপ যে হাতছাড়া হবে, তা নিয়ে সন্দেহ নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Mukesh Ambani Mumbai Indians
Advertisment