আইপিএলে ঐতিহাসিক হ্যাটট্রিকের বিরল নজির গড়ার সুযোগ ছিল মুম্বইয়ের কাছে। তবে এবার চরম হতাশ হয়েই মুম্বইয়ের অভিযান শেষ হয়েছে। তবে এতে দলের পাশে দাঁড়িয়েছেন দলের মালিক আকাশ আম্বানি। সাফ জানিয়ে দিয়েছেন, দলের পারফরম্যান্সে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর।
মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রামে এক ভিডিওতে আকাশ আম্বানি বলেছেন, "এই সময় চক্রকে আমরা মনে রাখল সফল এক পর্ব হিসাবেই। চার বছরের মধ্যে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়া মোটেই সহজ নয়। টানা ৩০-৩৫ ম্যাচে ধারাবাহিকভাবে ভাল খেলার কতটা কঠিন, সেটা আমরা জানি। এমনকি এই মরশুমেও খুব বেশি অনুশোচনা করার জায়গায় নেই। কারণ আমরা খুবই সফল একটা ফ্র্যাঞ্চাইজি।"
টানা চার বছর দুরন্ত খেলার জন্য আম্বানি মুম্বই দলের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হৃদয় ভরিয়ে দেওয়া বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছে, "মুম্বইয়ের সাফল্যে অবদানের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই। সকলকে একই দলে পাওয়া দারুণ সম্মানের বিষয়। মনে হয় আমরা একটা পরিবারের মতই রয়েছি। ভবিষ্যতে যাই ঘটুক না কেন, মুম্বই সকলের পাশেই থাকবে।"
আগামী বছরেই আইপিএলের মেগা নিলাম। সেই নিলামে মাত্র দুজনকে রিটেন করতে পারবে মুম্বই। তাই সফলতম ফ্র্যাঞ্চাইজির কোর গ্রুপ যে হাতছাড়া হবে, তা নিয়ে সন্দেহ নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন