Advertisment

অর্জুনকে ছেড়েই দিল মুম্বই ইন্ডিয়ান্স! আইপিএল স্বপ্নপূরণে বজ্রপাত শচীন পুত্রের

চোট পেয়ে ছিটকে গেলেন অর্জুন তেন্ডুলকর। বদলে মুম্বই ইন্ডিয়ান্স নিল সিমরণজিৎ সিং কে। সরকারিভাবে ঘোষণা করল মুম্বই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চোটে আইপিএলে অভিষেকের স্বপ্ন শেষ হয়ে গেল অর্জুন তেন্ডুলকরের। মুম্বই ইন্ডিয়ান্স সরকারিভাবে জানিয়ে দিল বাঁ হাতি মিডিয়াম পেসারের বদলে নেওয়া হচ্ছে সিমরণজিৎ সিংকে।

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্স সরকারি বিবৃতিতে জানিয়ে দিয়েছে, "ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে চোট পাওয়া অর্জুনের বদলে আইপিএলের বাকি ম্যাচে নেওয়া হচ্ছে সিমরণজিৎ সিংকে। আইপিএলের গাইডলাইন মেনে কোয়ারেন্টিন পর্ব শেষ করে ডান হাতি ফাস্ট বোলার দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন।"

আরও পড়ুন: KKR-CSK ম্যাচেই বদলাল ভাগ্য! IPL দেখে রাতারাতি কোটিপতি বিহারের নাপিত

নিলামে মুম্বই ইন্ডিয়ান্স কিংবদন্তি শচীন পুত্র অর্জুনকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কেনে। তার আগে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে নেট বোলার হিসাবে যুক্ত ছিলেন অর্জুন। গত আইপিএলে দলের সঙ্গে আমিরশাহিতেও গিয়েছিলেন।

তার আগে অর্জুন শিরোনামে উঠে আসেন পুলিশের আমন্ত্রনী শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ-এ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। সেই ম্যাচে নিজের দল এমআইজি ক্রিকেট ক্লাবের জার্সিতে ইসলাম জিমখানার বিরুদ্ধে ৩১ বলে আগুনে ৭৭ রানের ইনিংস এবং বল হাতে ৩ উইকেট দখল করেন। সেই ম্যাচে অর্জুনের ক্লাব ১৯৪ রানে হারায় প্রতিপক্ষকে। ব্যাটে-বলে নায়ক হয়ে ওঠেন শচীন পুত্র।

আগামী সংস্করণের আইপিএলের আগে মেগা নিলাম আয়োজন করবে বোর্ড। যথারীতি প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি মাত্র চারজনকে রিটেন করতে পারবে। মুম্বই ইন্ডিয়ান্স যে অর্জুনকে রিলিজ করে দেবে, তা বলাই বাহুল্য। মেগা সেই নিলামে অর্জুনকে নতুন কোন দল কেনে, সেটাই দেখার। আপাতত চলতি আইপিএল থেকে ছিটকে গিয়ে টুর্নামেন্টের ময়দানে নামার সুযোগ আর থাকল না।

যাইহোক, আইপিএলে হারের হ্যাটট্রিক করে বেশ বিপাকে পড়ে গিয়েছিল মুম্বই। শেষ পর্যন্ত মঙ্গলবার পাঞ্জাবকে হারিয়ে মূল্যবান ২ পয়েন্ট অর্জন করে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে রোহিত শর্মার দল।

আরও পড়ুন: সৌরভের কোচ কুম্বলের সুপারিশে ভয়ঙ্কর আপত্তি জয় শাহদের! বিরাট সমস্যায় দিশেহারা BCCI

পাঞ্জাবের বিপক্ষে নামার আগে মুম্বইয়ের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা বারবার সমালোচনার শিরোনামে উঠে আসছিল। হার্দিক পান্ডিয়াও ৩০ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দলকে জিতিয়ে ফর্মে ফেরার বার্তা দিয়েছেন ২৪ ঘন্টা আগে।

চলতি সংস্করণে মুম্বই যেমনই ফর্মে থাকুক। আইপিএলের ইতিহাসে সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বই। পাঁচবার ট্রফি জেতার কীর্তি রয়েছে রোহিত শর্মা ব্রিগেডের। অক্টোবরের ২ তারিখে শারজায় মুম্বইয়ের পরের ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্লে অফে উঠতে হলে মুম্বইয়ে বাকি সব ম্যাচ জিততে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Sachin Tendulkar Mumbai Indians
Advertisment