Advertisment

আইপিএল নিলামে নাম লেখালেন শচীন পুত্র অর্জুন, কত দাম রাখলেন নিজের

আইপিএলের নিলামে এবার শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। তাঁর বেস প্রাইস নির্ধারিত হয়েছে ২০ লক্ষ টাকায়। কোন দল কিনবে তাঁকে, সেটাই দেখার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১৮ তারিখেই চেন্নাইয়ের পাঁচতারা হোটেল বসছে আইপিএল নিলামের আসর। সেই নিলামেই এবার নাম লিখিয়ে ফেললেন শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর। কিছুদিন আগেই শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলিতে মুম্বইয়ের স্কোয়াডে ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেওয়ার পরেই আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করার যোগ্যতামান অর্জন করে ফেলেন। তারপরেই সরাসরি আইপিএলের নিলামে তিনি।

Advertisment

অর্জুন নিলামে নিজের বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ টাকা। আইপিএলের নিলামে নাম লেখানো ৮১৪ জন ভারতীয়র অন্যতম তিনি। সৈয়দ মুস্তাক আলিতে মুম্বইয়ের জার্সিতে দুটো ম্যাচে খেলেন অর্জুন। হরিয়ানার বিরুদ্ধে ৩৪ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন। পুদুচ্চেরির বিপক্ষে তাঁর বোলিং ফিগার ৩৩/১।

আরো পড়ুন: অবিচারের শিকার কুলদীপ! গনগনে বিতর্কের আগুনে ঘি ঢালল কাইফদের টুইট

সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে অবশ্য অর্জুন প্রথম নন। দেশের হয়ে যুব দলে সুযোগ পেয়েছিলেন আগে। পুরুষ ও মহিলা দুই সিনিয়র দলের অনুশীলনেই নেট বোলারের ভূমিকা পালন করেছেন আগে। আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতেই মুম্বই দলের হয়ে আইপিএলে পাড়ি দিয়েছিলেন কয়েকমাস আগেই।

সবমিলিয়ে নিলামে ১০৭৩ ক্রিকেটার নাম লিখিয়েছেন। রয়েছেন শ্রীসন্থ। তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ। ২৮৩ জন বিদেশি আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করেছেন। তবে মিচেল স্টার্ক, জো রুট, গত মরশুমে মুম্বইয়ের স্কোয়াডে থাকা জেমস প্যাটিনসন নাম প্রত্যাহার করে নিয়েছেন। সর্বোচ্চ বেস প্রাইস রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তাঁর ন্যূনতম মূল্য ২ কোটি। ২ কোটি বেস প্রাইসে নাম লিখিয়েছেন হরভজন সিং, কেদার যাদব, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, কলিন ইনগ্রাম, মঈন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লানকেট, জেসন রয়, মার্ক উড। হনুমা বিহারি এবং চেতেশ্বর পূজারার বেস প্রাইস যথাক্রমে ১ কোটি ও ৫০ লক্ষ।

প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ২৫ জনের স্কোয়াড থাকলে দেশি-বিদেশি মিলিয়ে ৬১ জন ক্রিকেটারকে নিলামে নেওয়া হবে। এরমধ্যে বিদেশি সংখ্যা ২২ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Sachin Tendulkar
Advertisment