তিনি নাকি সিএসকে জার্সি থেকে মদের লোগো সরিয়ে দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে অনুরোধ করেছিলেন! তারপরেই ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলিকে চরম আক্রমণ করে বসলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
সোমবারই নিজের টুইটার একাউন্ট থেকে তসলিমা টুইট করেন, "মঈন আলি ক্রিকেটে না থাকলে, ও সিরিয়ায় গিয়ে আইসিসে যোগ দিত।"
৪৮ ঘন্টা আগেই দেশের একাধিক প্রচারমাধ্যমে জানানো হয়েছিল, ধর্মীয় বিশ্বাসের কারণে জার্সি থেকে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো সরিয়ে নিতে বলেছিলেন সিএসকে অলরাউন্ডার মঈন আলি। তাঁর সেই অনুরোধ মেনেই নাকি ফ্র্যাঞ্চাইজি সরিয়ে দেয় মদ কোম্পানির লোগো।
আরো পড়ুন: ধার্মিক মঈনের অনুরোধ রাখল ধোনির সিএসকে! তারকার ইসলামিক বিশ্বাসকে বেনজির সম্মান
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার একজন ইসলাম ধর্মাবলম্বী। ধর্মবিশ্বাসের কারণেই মদ্যপান করেন না তিনি। শুধু তাই নয়, নিজের ধর্মের প্রতি বিশ্বস্ত থাকতেই কোনো মদ্য প্রস্তুতকারক সংস্থাকে প্রমোটও করেন না। এর আগে আরসিবির জার্সি হোক, বা ইংল্যান্ডের জাতীয় দলের জার্সি- সর্বদাই এই রীতি মেনে চলেছেন তিনি। সিএসকের নতুন জার্সিতে SNJ 10000 এর লোগো রয়েছে। চেন্নাইয়ের পানীয় সংস্থার SNJ-র শাখা সংস্থা এটি। মইনের আবেদন রেখেই সিএসকে তাঁর জার্সি থেকে সরিয়ে দিয়েছে সংশ্লিষ্ট লোগো। বলা হয়েছিল এমনটাই।
তবে সিএসকের তরফে যদিও পরে জানানো হয়েছে, মদ কোম্পানির লোগো সরিয়ে দেওয়ার কোনো অনুরোধই করেননি মঈন।
এমন টানাপোড়েনের মধ্যেই তসলিমা নাসরিনের টুইট বোমা। প্রথম টুইটে ব্যঙ্গাত্মক বার্তা দেওয়ার পর তসলিমা দ্বিতীয় পোস্টে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন, "আমাকে যাঁরা ঘৃণা করেন, তাঁরা ভালো করেই আগের পোস্টের শ্লেষের অর্থ জানেন। তবে তাঁরা এই বিষয়টিকে ইস্যু করেই আমাকে আক্রমণের পথ বেছে নিয়েছেন। কারণ আমি মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ বানাতে চেষ্টা করি। ইসলামিক উন্মত্ততার সবসময় বিরোধিতা করি। মানব সমাজের সবথেকে বড় ট্র্যাজেডি হল, নারীবাদী বামপন্থীরা সবসময় নারীবিদ্বেষী ইসলামকে সমর্থন করেন।"
কোথাকার জল এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন