Advertisment

করোনার বিষাক্ত ছোবলে কি বন্ধ হবে আইপিএল! জানিয়ে দিলেন সৌরভ

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জোরাজুরির মাধ্যমে ক্রিকেটারদের ফেরানোর পক্ষপাতী নন। বরং যাঁরা স্বেচ্ছায় ফিরছেন তাঁদের স্বাগত জানানো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভয়ঙ্কর অতিমারীর মধ্যেই চলছে আইপিএল। তা নিয়েই দেশে বিদেশে উঠছে একাধিক অপ্রীতিকর প্রশ্ন। করোনার ছোবল থেকে বাঁচতে একাধিক বিদেশি ক্রিকেটার ইতোমধ্যেই নাম প্রত্যাহার করে দেশে ফিরে গিয়েছেন।

Advertisment

এমন অবস্থায় বোর্ড সভাপতি জানিয়ে দিলেন নির্ধারিত সূচি মেনেই আইপিএল হবে। বায়ো বাবলে ছয় ভেন্যুতে ক্লোজড ডোরে আইপিএল আয়োজন করা হচ্ছে। সোমবারই সৌরভ গঙ্গোপাধ্যায় স্পোর্টসস্টার-কে জানিয়ে দেন, "এখনও পর্যন্ত সূচি বদলানোর সম্ভবনা নেই।"

আরো পড়ুন: ভয়ঙ্কর সময়ে কেন আইপিএল! মোদি সরকার, সৌরভের বোর্ডকে তুলোধোনা করলেন অজি তারকা

বিদেশি ক্রিকেটারদের এই টুর্নামেন্ট ছাড়ার সূচনা হয়েছিল ইংল্যান্ড ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনের মাধ্যমে। তিনি অবশ্য বাবলে ক্লান্তির কথা বলে অব্যাহতি চেয়েছিলেন। রবিবার নাম তুলে নেন অস্ট্রেলিয়ান এন্ড্রু টাই। তারপর ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই টুর্নামেন্ট ছাড়ার হিড়িকে নাম লেখান আরো দুই অজি- এডাম জাম্পা এবং কেন রিচার্ডসন। তারপরেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল।

সূত্রের খবর, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জোরাজুরির মাধ্যমে ক্রিকেটারদের ফেরানোর পক্ষপাতী নন। বরং যাঁরা স্বেচ্ছায় ফিরছেন তাঁদের স্বাগত জানানো হচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের সঙ্গে সবসময়েই তাদের যোগাযোগ রয়েছে। ভারতীয় সরকারের কাছ থেকে পরিস্থিতি নিয়ে আলোচনাই চলছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, "ক্রিকেট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থা সবসময়েই কঠোর বায়ো বাবলে অনুষ্ঠিত হওয়া আইপিএলে অংশ নেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। ভারত থেকে প্রাপ্ত ফিডব্যাক আমরা নিয়মিত খতিয়ে দেখে অস্ট্রেলীয় সরকারের সঙ্গে পরামর্শ মেনে চলছি। এই কঠিন সময়ে ভারতীয়দের জন্য প্রার্থনা রয়েছে আমাদের।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL BCCI Sourav Ganguly
Advertisment