ঠাসা একের পর এক ক্রিকেট সূচি। লকডাউনের পর টানা ক্রিকেট খেলে চলেছেন জাতীয় দলের তারকারা। সেই কারণে চোটের বহরও বাড়ছে টিম ইন্ডিয়ার। একের পর এক চোটের তালিকায় নাম লিখিয়েছেন রবীন্দ্র জাদেজাও। অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরেছিলেন। তারপরে এখনো ম্যাচ ফিট হতে পারেননি।
তিনি কবে বাইশ গজে প্রত্যাবর্তন করবেন, সেই বিষয়ে নিশ্চয়তাও নেই।তাঁকে পাওয়া যাবে কিনা, সেই সংশয়ের কারণেই কিছুটা বিপাকে সিএসকে।
ইনসাইড স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়ে দিয়েছেন, "জাদেজা কবে দলে যোগ দেবেন, সেই বিষয়ে আমাদের কাছে কোনো আপডেট নেই। সিএসকেতে যোগ দেওয়ার আগে এনসিএ থেকে ছাড়পত্র আদায় করতে হবে ওকে।"
আরো পড়ুন: তিন পরিবর্তন ঘটিয়ে সিরিজ জিততে নামছে ভারত! কোহলির দলে একাধিক চমক
আইপিএল শুরুর আগে চলতি মাস থেকেই চেন্নাইয়ে শিবির বসেছে সিএসকের। ধোনি, আম্বাতি রাইডু, সুরেশ রায়নারা সকলেই অনুশীলনে যোগ দিয়েছেন। কোচ স্টিফেন ফ্লেমিং সহ বেশ কিছু সিএসকে ক্রিকেটার আবার মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলে কোয়ারেন্টাইন পর্ব সারতে পৌঁছে গিয়েছেন। কিছু ক্রিকেটার আবার জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সিরিজে খেলতে ব্যস্ত।
কাশী বিশ্বনাথন জানিয়েছেন, "ফ্লেমিং, পূজারা, এবং আরো কয়েকজন মুম্বই পৌঁছে গিয়েছে। মুম্বইয়ে আমাদের ক্যাম্প শুরু হচ্ছে ২৭-২৮ মার্চ থেকে।"
সিএসকে দলে এবারেও অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের ভিড়। আইপিএলের প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করে সিএসকে। ধোনি-রাইডুরা যেখানে পুরোদস্তুর মাঠে নেমে অনুশীলন করছেন, সেখানে জাদেজার প্রস্তুতি সীমাবদ্ধ রয়েছে জিম সেশনেই।
বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সিএসকে, সেখানে এনসিএ-তে এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তারকা অলরাউন্ডার। সময়মতো দলে যোগ দেওয়ার জন্য বেশি সময়ও বাকি নেই। প্রথম ম্যাচে হয়ত জাদেজাকে ছাড়াই নামতে হবে হলুদ জার্সির দলকে। এপ্রিল মাসের ১০ তারিখে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলের প্রথম ম্যাচে খেলার জন্য ২ তারিখেই যোগ দিতে হবে তারকাকে। তা কি পারবেন জাদেজা, সেটাই এখন লাখ টাকার প্ৰশ্ন সিএসকেতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন