Advertisment

ব্রাভোর সঙ্গে ভুল বোঝাবুঝিতে চরম রুষ্ট ধোনি, প্রকাশ্যেই অসন্তোষ! দেখুন ভিডিও

মুম্বই ইন্ডিয়ান্সের ১৫৬ রান তাড়া করার সময়ের ঘটনা। দুবাইয়ের স্টেডিয়ামে মুম্বই রান চেজ করার সময়ে বেশ বিপাকে পড়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিশ্ব ক্রিকেটে ঠান্ডা ঠান্ডা কুল কুল নামেই পরিচিত তিনি। মাঠে মেজাজ হারানো, নৈব নৈব চ! তবে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই উলট পুরান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রেগে যেতে দেখা গেল মাহিকে। আইপিএলে বরাবরই শান্ত শিষ্ঠ মেজাজে দল পরিচালনা করেন। তবে রবিবার মাঠে ডোয়েন ব্রাভোর সঙ্গে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়তে দেখা গেল তাঁকে।

Advertisment

মুম্বই ইন্ডিয়ান্সের ১৫৬ রান তাড়া করার সময়ের ঘটনা। দুবাইয়ের স্টেডিয়ামে মুম্বই রান চেজ করার সময়ে বেশ বিপাকে পড়েছিল। ১৮তম ওভারে দীপক চাহারের বলে স্কুপ মারার চেষ্টা করেছিলেন সৌরভ তিওয়ারি। তবে ব্যাটে বলে ঠিক মত কানেক্ট হয়নি।

আরও পড়ুন: কোহলির হঠাৎ পদত্যাগ, ধোনির অন্তর্ভুক্তি! সৌরভের বোর্ডের বৃহত্তর পরিকল্পনারই কি অংশ

সেই ক্যাচের আগাম হদিস পেয়েই ধোনি উইকেটের পিছন থেকে দৌড়েছিলেন কিছুটা পিছনের দিকে। অন্যদিকে শর্ট ফাইন লেগ থেকে ক্যাচ নেওয়ার উদ্দেশ্যে দৌড়ে আসেন ব্রাভোও। দুজনের ভুল বোঝাবুঝিতেই ক্যাচ মিস করে বসেন ধোনি। ধোনি সেই ক্যাচ মিস করে বেশ রুষ্ট হন। নিজের অসন্তোষ প্রকাশ্যেই দেখান ব্রাভোকে। ক্যারিবিয়ান তারকা ও হতাশ মুখে ফিল্ডিং পজিশনে ফেরত যেতে থাকেন।

মুম্বই-চেন্নাই এল ক্ল্যাসিকোয় সৌরভ তিওয়ারি শেষ পর্যন্ত ৪০ বলে ৫০ রানের ইনিংসে অপরাজিত থাকেন। সৌরভের হাফসেঞ্চুরি অবশ্য কোনও কাজেই আসেনি মুম্বইয়ের। শেষ পর্যন্ত টার্গেটে পৌঁছতে পারেনি মুম্বই।

আরও পড়ুন: আইপিএলে নেতৃত্ব ‘হারালেন’ কোহলি, বড় ঘোষণায় বোমা ফাটাল আরসিবি

রুতুরাজ গায়কোয়াডের ৫৮ বলে ৮৮ রানে ভর করে সিএসকে স্কোরবোর্ডে ১৫৬/৬ তুলেছিল। জবাবে নির্ধারিত ২০ ওভারে মুম্বই ১৩৬/৮-এর বেশি তুলতে পারেনি। মুম্বইকে হারিয়ে সিএসকে আপাতত লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গেল। শারজায় শুক্রবার সিএসকে পরের ম্যাচে মুখোমুখি হবে আরসিবির।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL 2018 DJ BRAVO CSK MS DHONI Viral Video Dwayne Bravo Chennai Super Kings
Advertisment