/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Ez0W1SNVcAAJhQW_copy_1200x676.jpeg)
কিছুদিন আগেই মাইকেল ভন বলেছিলেন, রবীন্দ্র জাদেজা বোর্ডের এ প্লাস ক্যাটাগরিতে থাকার যোগ্য। চলতি আইপিএলে বল আর ফিল্ডিংয়ে যে দাপট দেখাচ্ছিলেন তারকা তাতে বিশ্বের ক্রিকেট মহল কুর্নিশ করছিল তাঁকে। আর কেন তিনি বর্তমানে অন্যতম সেরা অলরাউন্ডার, তা প্রমাণ হয়ে গেল রবিবারই। আরসিবি বোলিংকে নিয়ে ছেলেখেলা করলেন জাদেজা। ২৮ বলে ৬২ রানের বিস্ফোরণ ঘটিয়ে গেলেন ওয়াংখেড়েতে।
এর মধ্যে শেষ ওভারে একাই পাঁচ ছক্কা, এক বাউন্ডারির সাহায্যে তুললেন ৩৭ রান। আইপিএলে এক ওভারে সবথেকে বেশি রান তোলার নজির ছিল এতদিন ক্রিস গেইলের। তিনিও ৩৭ তুলেছিলেন। রবিবার গেইলের রেকর্ডে ভাগ বসালেন জাদেজা।
Sir Jadeja is the champion 🥳#CSKvRCB#jadejapic.twitter.com/6HGUgtkoZY
— Mr. Perfect 👨⚕ #MI 💙 (@Boiesji45) April 25, 2021
আরো পড়ুন: মৃত্যু মিছিলেও কেন বিরাম নেই আইপিএলে! গনগনে ক্ষোভের মুখে সৌরভের বিসিসিআই
আর জাড্ডুর ব্যাটিং প্রলয়ে ভর করে সিএসকে আরসিবির বিরুদ্ধে ২০ ওভারে তুলল ১৯১ রান। টসে জিতে এদিন সিএসকে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর শুরুতেই চেন্নাইয়ে চালকের আসনে বসিয়ে দেন দুই ওপেনার ফাফ ডুপ্লেসিস (৩২ বলে ৫০) এবং রুতুরাজ গায়কোয়াড (২৫ বলে ৩৩)। ওপেনিং জুটিতেই সিএসকে স্কোরবোর্ডে ৭৪ তুলে ফেলেছিল।
6, 6, 6+Nb, 6, 2, 6, 4@imjadeja has hammered Harshal Patel for 36 runs. A joint record for most runs scored by a batsman in 1 over of #VIVOIPL ever! pic.twitter.com/1nmwp9uKc0
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
মাঝে হর্ষল প্যাটেলের দুরন্ত বোলিংয়ে প্রবলভাবে ম্যাচে ফিরে এসেছিলেন কোহলিরা। একই ওভারে হর্ষল তুলে নিয়েছিলেন ডুপ্লেসিস এবং রায়নাকে (২৪)। তারপরে এসে তুলে নেন আম্বাতি রায়ডুকেও (১৪)। ৩ উইকেট চটজলদি হারিয়ে বড় রান তোলা চ্যালেঞ্জের হয়ে উঠেছিল সিএসকের সামনে।
Harshal Patel - Hello I'm Purple Cap Holder
Sir Ravinder Jadeja- Irundhutu po pic.twitter.com/iVPtgrVLfd— Mohamed Muzammil (@muzammmil593) April 25, 2021
Ball 6 aur run 37. Only Sir Jadeja can do it. Unbelievable hitting against the purple cap holder. #CSKvRCB
— Virender Sehwag (@virendersehwag) April 25, 2021
U might be the purple cap holder/ death over specialist but he is the one and only sirrr Ravinder jadeja . What an innings @imjadeja 🔥🔥🔥🔥
Let's go @ChennaiIPL the 4th cup is waiting!!!#CSKvRCBpic.twitter.com/wN3ylcTc6J— Diptiprakash Chhanda (@DiptiprakashC) April 25, 2021
Ravinder Jadeja scores 37 runs in over of Harshal Patel #RavindraJadejapic.twitter.com/jNDY1bocd6
— Cross Town News (@CrossTownNews) April 25, 2021
তবে শেষ ওভারেই ভেলকি দেখান জাদেজা। ১৯ ওভার শেষেও স্কোর ছিল ১৫৪/৪। কোহলি শেষ ওভারের বল তুলে দিয়েছিলেন দলের সবথেকে নির্ভরযোগ্য হর্ষল প্যাটেলের হাতে। যিনি আবার চলতি টুর্নামেন্টের বেগুনি টুপির মালিক। তবে হর্ষলকে নিয়ে যে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলবেন জাদেজা, তা কে ভেবেছিল! প্রথম টিম বলেই ছক্কা হাঁকান জাদেজা। এর মধ্যে তৃতীয় বলটি ছিল নো বল। ফ্রি হিট মিস করেননি তারকা। সপাটে ছয় হাঁকান। চতুর্থ বল ২ রান নেন তিনি। পঞ্চম বলে লং অন দিয়ে ছক্কায় বাউন্ডারি পার করেন। শেষ বলে স্কোয়ার লেগ দিয়ে চার হাঁকান। ৩ ওভার শেষে যেখানে হর্ষল মাত্র ১৪ রান খরচ করেছিলেন। চার নম্বর ওভার শেষে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৫১।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন