Advertisment

রোজা রেখে ইফতার ওয়ার্নার, উইলিয়ামসনের! আইপিএলে বেনজির সম্প্রীতি! দেখুন রশিদের ভিডিও

ওয়ার্নার দলের টানা তিনটে হারে বেশ আশ্চর্য হয়ে গিয়েছেন। আগের ম্যাচে রান তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়ার ডিরেক্ট থ্রো-য়ে রান আউট হয়ে গিয়েছিলেন অজি তারকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পবিত্র রমজান মাস চলছে। রমজান মাসে উপবাস রাখতে দেখা গেল এবার সানরাইজার্স হায়দরাবাদ দলের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের। রোজার পর নিয়ম মেনে ইফতার করতেও দেখা গেল তারকা ক্রিকেটারদের।

Advertisment

টানা তিন ম্যাচ হেরে আইপিএলের শুরুতেই বেকায়দায় হায়দরাবাদ। তবে হারেও দলের বন্ডিং নষ্ট হয়নি। পবিত্র রমজান মাসেই সানরাইজার্স হায়দরাবাদ দলে রশিদ খান, মুজিব উর রহমান সহ একাধিক ক্রিকেটার উপবাস করছেন। আর রশিদ খানই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনরাও রোজা রেখেছেন তাঁদের সঙ্গেই।

আরো পড়ুন: হারের পরেই নড়ল টনক! নাইট একাদশে একাধিক পরিবর্তন, নারিনকে নিয়ে বড় বার্তা কোচ ম্যাকুলামের

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রশিদ খান একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওতে রয়েছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনরাও। রশিদ খান ক্যাপশনে লিখেছেন, "আজ দুই কিংবদন্তি আমাদের সঙ্গেই উপবাস করেছিলেন।" ভিডিওয় রশিদ খানকে দুই দলীয় সতীর্থকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে, উপবাস করার অভিজ্ঞতা কেমন! ওয়ার্নার বলেন, "ভালো। তবে আমার ব্যাপক খিদে পেয়েছে। তেষ্টাও পেয়েছে। মুখ পুরো শুকনো হয়ে গিয়েছে।" আইপিএলে এখনো নামেননি উইলিয়ামসন। তিনি রশিদ খানকে বলেছেন, "ভেরি গুড। ধন্যবাদ।"

যাইহোক, ওয়ার্নার দলের টানা তিনটে হারে বেশ আশ্চর্য হয়ে গিয়েছেন। আগের ম্যাচে রান তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়ার ডিরেক্ট থ্রো-য়ে রান আউট হয়ে গিয়েছিলেন অজি তারকা। দলের হারের প্রসঙ্গে বলতে গিয়ে ওয়ার্নার বলে দিয়েছিলেন, "জানি না রি হারকে কীভাবে ব্যাখ্যা করব। আমরা দুজনে ক্রিজে সেট হয়ে গিয়েছিলাম। আমার রান আউট, জনি উইকেটের ওপর উঠে পড়ল। আর মিডল অর্ডারে ভুলভাল শট নির্বাচন বুঝিয়ে দিল, শেষ পর্যন্ত দুজনে খেলা সম্ভব নয়।"

ক্ষুব্ধ ওয়ার্নার এরপরে আরো বলে দিয়েছিলেন, "ওই রান তাড়া করে জেতা সম্ভব ছিল। তবে ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হল আমাদের। যদি একজন শেষ পর্যন্ত টিকে যেত এবং একটা ভালো পার্টনারশিপ হত- তাহলে জিতেই মাঠ ছাড়তাম আমরা। মিডল অর্ডারে কেবল আরো স্মার্ট ক্রিকেট খেলতে হবে আমাদের।"

হায়দরাবাদ শুরুতে বোলিং করে মুম্বইকে ১৫০ রানে আটকে রেখেছিল। এরপর ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলে ওয়ার্নাররা। শেষ পর্যন্ত টার্গেটের ১৩ রান দূরেই থেমে যেতে হয় তাঁদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

David Warner Sunrisers Hyderabad Rashid Khan IPL
Advertisment