ঘটনা হল, ওয়ার্নার গত দু ম্যাচেই ডাগ আউটেও থাকছেন না। এর মধ্যেই খবরে প্রকাশ দলের সঙ্গে মাঠে আসার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারকার ওপরে। ধারাবাহিকভাবে সানরাইজার্সকে সাফল্যের স্বাদ দেওয়া ওয়ার্নারের সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তাতেই ক্ষুব্ধ ক্রিকেট মহল। নেট মহলে জনপ্রিয় ক্রিকেট ফ্যান মুফাদদল বোহরা প্ৰথম ফাঁস করেন ওয়ার্নারকে দলের সঙ্গে যেতেও বারণ করা হয়েছে। সেই খবরের সত্যতা স্বীকার করেন ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার।
বৃহস্পতিবার চেন্নাইয়ের কাছে হারের সঙ্গেই হায়দরাবাদের প্লে অফ থেকে ছিটকে যাওয়ার বিষয় নির্ধারিত হয়ে গিয়েছে। সিএসকের বিরুদ্ধে স্কোরবোর্ডে মাত্র ১৩৪ তুলেছিল হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় চেন্নাই। ধোনি ছক্কা হাঁকিয়ে ফিনিশিং টাচ দেন। সেইসঙ্গে সিএসকেকেও প্লে অফে তুলে দেন। সামনেই মেগা আইপিএল নিলাম। সেই নিলামের আগে ওয়ার্নারকে যে রিলিজ করে দেবে হায়দরাবাদ, তা কার্যত চূড়ান্ত। অস্ট্রেলীয় সুপারস্টারের কোন ফ্র্যাঞ্চাইজিতে জায়গা হয়, সেটাই আপাতত দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন