ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করেছেন! নাইট রাইডার্স ম্যাচের পরে ফের একবার বিতর্কে জড়িয়ে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে আপাতত তোলপাড় ক্রিকেট। গত আইপিএলে জস বাটলারকে মানকড আউট করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তারপরে অনেক জল বয়ে গিয়েছে।
এবার আইপিএলে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন অশ্বিন। দিল্লি ক্যাপিটালস ইনিংসের শেষ ওভারে অশ্বিনকে আউট করে হিংস্র সেলিব্রেশন শুরু করেন টিম সাউদি। সেই উদযাপনে যোগ দেন ক্যাপ্টেন মর্গ্যানও। এতেই মেজাজ হারান অশ্বিন।
তবে মর্গ্যান বনাম অশ্বিন কিম্বা সাউদি বনাম অশ্বিন ডুয়েলের সূত্রপাত তাঁর কয়েক ওভার আগে। রান চুরি করাকে কেন্দ্র করে। পন্থের সঙ্গে অশ্বিন দিল্লির ইনিংস শেষদিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় দুজনে একটা রান পূর্ণ করার পরে যাবতীয় সমস্যার উদ্ভব হয়। রাহুল ত্রিপাঠির ছোঁড়া বল পন্থের গায়ে লেগে দিকভ্রষ্ট হয়েছিল। তখনই পন্থকে রানের জন্য কল করেন অশ্বিন। দুজনে আরও একটি রান পূর্ণ করে ফেলেন।
আরও পড়ুন: সাউদির ওপর ক্ষুব্ধ, তেড়ে গেলেন মর্গ্যানের দিকেও! মাঠে হুলুস্থূল কাণ্ড অশ্বিনের, দেখুন ভিডিও
এটা মর্গ্যান মোটেই ভালভাবে নেননি। কমেন্ট্রি করার সময় নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুল-ও বলে দেন, পন্থ-অশ্বিনের এই রান নেওয়া উচিত ছিল না। সুনীল গাভাসকার ডুলের বক্তব্যে সহমত হয়ে বলে দেন, "ফিল্ডারের ছোঁড়া বল ব্যাটসম্যানদের গায়ে লাগলে সাধারণত ব্যাটিং দল আর রান নেয়না।"
দুই ধারাভাষ্যকারের বক্তব্যের পরেই ক্রিকেট বিশ্ব কার্যত দুভাগ হয়ে যায়। একদলের বক্তব্য, অশ্বিন রান চুরি করে বিন্দুমাত্র ভুল করেননি। অন্য পক্ষের বক্তব্য, নিয়ম অনুযায়ী রান নিলেও আদতে অশ্বিন ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করেছেন। এই বিতর্কে যোগ দিয়ে অশ্বিনকে একহাত নেন শ্যেন ওয়ার্নও। অস্ট্রেলীয় এক প্রচারমাধ্যমের টুইট শেয়ার করে সাফ লেখেন, "এই বিষয়ে বিশ্বের দ্বিমত হওয়ার কোনও জায়গাই নেই। এই খুব সহজ- গোটা ঘটনা লজ্জাজনক এবং কখনও হওয়া উচিত নয়। কেন অশ্বিন বারবার বিতর্কে জড়িয়ে পড়ছে? মর্গ্যানের রেগে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে।"
প্রথমে দুই পক্ষের বাকবিতণ্ডা চলাকালীন পুরো ঘটনা স্পষ্ট না হলেও দীনেশ কার্তিক ম্যাচের পরে খোলসা করেন আসল ঘটনা। "ফিল্ডারের ছোঁড়া বল ব্যাটসম্যানদের গায়ে লাগলে, ওঁরা যে রান নেবে, সেটা ভাবতে পারেনি মর্গ্যান। মর্গ্যান এটা মোটেই পছন্দ করেনি।"
আরও পড়ুন: ফার্গুসনের বল আছড়ে পড়ল স্মিথের গোপনাঙ্গে! KKR ম্যাচে যন্ত্রণায় কাতরালেন তারকা, দেখুন ভিডিও
কার্তিককে মাঠে দেখা গিয়েছিল মধ্যস্থতাকারীর ভূমিকায়। দুই পক্ষ উত্তেজিত হওয়ার আগেই বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি সামাল দেন নাইটদের প্রাক্তন নেতা। সেই বিতর্কে কার্তিক বলছেন, "ক্রিকেটের কিছু নিয়ম বেশ ধূসর। এই বিষয়ে আমার নিজস্ব মতামত রয়েছে। তবে আপাতত মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পেরে আমি খুশি।"
মর্গ্যান বনাম অশ্বিন দ্বৈরথের আঁচ ছড়িয়ে পড়ে কেকেআরের ব্যাটিংয়ের সময়েও। মর্গ্যানকে রানের খাতা খোলার আগেই আউট করে দেন অশ্বিন। তারপরে ফের একবার শুরু হয় অশ্বিনের ট্রেডমার্ক উদযাপন। দিনের শেষে অবশ্য শেষ হাসি হাসে নাইট রাইডার্স অধিনায়ক। ১০ বল বাকি থাকতেই কেকেআর জয় ছিনিয়ে নেয় হাতে ৩ উইকেট নিয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন