বাতিল হয়ে গিয়েছে আইপিএল। পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ কী? চলতি বছরে আইপিএল না করতে পারলে বোর্ডের নূন্যতম ক্ষতি হতে চলেছে ২৫০০ কোটি টাকা। এমনটাই জানিয়ে দিয়েছেন বোর্ড। আর্থিক ক্ষতির ধাক্কা সামাল দিতেই পুরো টুর্নামেন্ট করতে বদ্ধপরিকর বিসিসিআই। অতিমারীর মধ্যে ভারতে বাকি আইপিএল করতে চাইছেন না এবার বোর্ড কর্তারাই। তাই আপাতত বিদেশের মাটিতে ফের হতে পারে আইপিএল।
এমনিতে বোর্ডের ব্যাক আপ ভেন্যু থাকে সংযুক্ত আরব আমিরশাহি। তবে টি২০ বিশ্বকাপ সম্ভবত ভারত এবার আরব মুলুকেই করতে চলেছে। তার আগে সেখানে আইপিএল করার ঝক্কি নেবে না বোর্ড। সেক্ষেত্রে সৌরভের বোর্ডের কাছে জোড়া অপশন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এমনটাই টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন বোর্ডের এক শীর্ষকর্তা। "বিদেশেই বাকি আইপিএল হবে। কিছু কিছু অপশন নিয়ে বোর্ডের অন্দরে নাড়াচাড়া হচ্ছে। বিসিসিআইকে কেবল এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।"
আরো পড়ুন: স্টেডিয়ামের বাইরে পিটিয়ে খুন কুস্তিগীর! নারকীয় হত্যাকাণ্ডে অভিযুক্ত অলিম্পিকজয়ী সুশীল কুমার
চলতি বছরের অক্টোবর-নভেম্বরেই টি২০ বিশ্বকাপ আয়োজন করার কথা ভারতের। তবে অতিমারীর পরিপ্রেক্ষিতে বিদেশে তা চলে যাওয়ার জোরালো সম্ভবনা রয়েছে। টি২০ ওয়ার্ল্ড কাপ আয়োজনের জন্য বোর্ডের হাতে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। আর টি২০ বিশ্বকাপ আরবে পাড়ি দিলে সেখানেই আইপিএলের বাকি অর্ধেক হওয়াটাই স্বাভাবিক। তবে সমস্যা অন্যত্র। অক্টোবর-নভেম্বরে টি২০ বিশ্বকাপ হওয়ার আগে সেপ্টেম্বর মাসে ইউএই-র তাপমাত্রা বেশ বেশি থাকে। ঠান্ডা পড়তে পড়তে সেই অক্টোবরের শেষ সপ্তাহ! গরম প্যাচপ্যাচে পরিবেশে আইপিএলে আয়োজনে রাজি নয় বোর্ডের একাংশ।
এমন অবস্থাতেই ইংল্যান্ডের নাম বাকি ৩১ ম্যাচ আয়োজনের জন্য উঠেছে। আবহাওয়া দুরন্ত হওয়ার পাশাপাশি ভারত সেই সময় টেস্ট সিরিজও খেলবে বিলেতে। আর এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াতগত সুবিধা রয়েছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আইপিএলের টাইম জোন এডজাস্ট করে ম্যাচ সম্প্রচারে রাজি সম্প্রচার কারী স্টার স্পোর্টসও।
তবে ইংল্যান্ডই একমাত্র ভেন্যু নয়। অস্ট্রেলিয়ার নাম-ও উঠেছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের আসর বসার কথা। বিসিসিআই সেই বিশ্বকাপের সেই হোস্টিং রাইটস অদলবদল করে নিতে চাইছে। যদি তা সম্ভব হয়, তাহলে ভারতও প্রতিদানস্বরূপ অজি বোর্ডকে আইপিএল আয়োজনের জন্য ভেন্যু ব্যবহারের প্রস্তাব দিতে পারে।
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "অস্ট্রেলিয়া সরকার যদি রাজি থাকে, তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া এই প্রস্তবে রাজি হবে। ভারতের টাইম জোনের সঙ্গে মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধান পার্থের। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আইপিএলের দ্বিতীয় পর্ব পার্থে দেখা যেতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে অস্ট্রেলীয় সরকারের অনুমতি এবং সম্প্রচারকারী সংস্থা রাজি হলে, তবেই।"
তবে ঘটনা যাই হোক, আইপিএলে বিদেশি ক্রিকেটাররা এবার যা ঝক্কিতে পড়ল, তাতে ভারতে যে আইপিএলের দ্বিতীয় আসর বসছে না, তা এখন থেকেই লিখে দেওয়া যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন