আইপিএলের ত্রয়োদশ সংস্করণে বড়সড় খবরে সকলকে চমকে দিয়েছিলেন দীনেশ কার্তিক। মরসুমের মাঝপথেই নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। দুবারের আইপিএলে চ্যাম্পিয়নরা সেই সময় প্লে অফে ওঠার জন্য সুবিধাজনক অবস্থায় ছিল। ৪টে জয় এবং ৩টে হার সমেত কেকেআর সেই সময় পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ছিল।
এমন অবস্থাতেই কার্তিক নেতৃত্ব তুলে দেন ইয়ন মর্গ্যানের হাতে। বেশ কয়েক মরশুম আইপিএলে নিয়মিত খেলতে পারেননি। তবে কেকেআরের প্রত্যাবর্তনেই নেতৃত্ব তুলে দেওয়া হয় বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ককে। তবে কার্তিক জানাচ্ছেন, মর্গ্যান নেতৃত্বের দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন। গৌরব কাপুরের চ্যাট শো-য়ে কার্তিক আরো জানিয়েছেন, তিনি আচমকা অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বেশ অবাক হন ইংরেজ তারকা।
আরো পড়ুন: মাঠেই ঝামেলা দুই পাকিস্তানির! হারের কেলেঙ্কারির মধ্যেই লজ্জার কুকীর্তি প্রকাশ্যে, দেখুন ভিডিও
"আমরা পুরো পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম। তবে কেকেআর টিম ম্যানেজমেন্ট পুরো ঘটনা দারুণভাবে সামলেছে। ওঁরা আমার অবস্থা বুঝতে পেরেছিল। অন্য কেউ নয়, দলের আমিই ছিলাম সমস্যা। আমি সিদ্ধান্ত নিয়ে সংশয়ে থাকলেও, ওঁদের হাবভাগ ছিল- ওকে ঠিক আছে, আমাদের মর্গ্যানও রয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য। তবে ও বেশ অনিচ্ছুক ছিল।" এমনটাই জানিয়েছেন কার্তিক।"
এর সঙ্গে আরও জুড়ে কার্তিক বলেছেন, "ও ইংল্যান্ডে প্রচন্ড চাপ নিয়ে অধিনায়কত্ব করছে। আইপিএলে কিছুটা খোলা মনে খেলার জন্যই এসেছিল। সেই সময় পর্যন্ত বেশ ভালোই উপভোগ করছিল পুরোটা। সহ অধিনায়ক হয়ে ও আমাকে সাহায্য করছিল।"
আরো পড়ুন: ইংল্যান্ড সিরিজে নেই পন্থ! বড় দুঃসংবাদে ছিন্নভিন্ন কোহলির টিম ইন্ডিয়া
২০১৫ সাল থেকেই মর্গ্যান ইংল্যান্ডের সীমিত ওভারের ক্যাপ্টেন। ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে প্রথমবার নেতা হিসাবেও চ্যাম্পিয়ন করেন মর্গ্যান। গত মরশুমে মাঝপথে কেকেআর নেতা বদল করলেও প্লে অফে উঠতে সমর্থ হয়নি। সাতটা জয় সমেত কেকেআর পঞ্চম স্থানে ফিনিশ করে। চলতি মরশুমে কেকেআর মাত্র ২টো জয় পেয়েছে। লিগ তালিকায় কেকেআর রয়েছে সপ্তম স্থানে।
অন্যদিকে, কার্তিক ২০১৮ সালে গম্ভীরকে সরিয়ে কেকেআরের নেতা হন। সেই মরশুমে কেকেআর প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করলেও, ২০১৯-এ লিগ পর্ব থেকেই বিদায় নেয় শাহরুখের দল। সবমিলিয়ে, কার্তিকের নেতৃত্বে কেকেআর ৩৭ ম্যাচে ১৯টিতে জয় পেয়েছে।
বয়স এবং ব্যাটে সেভাবে প্রভাব ফেলতে না পারায় আগামী মরশুমে কেকেআর ছেড়ে দিতে পারে কার্তিককে। নিলামে নতুন দলে যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে তাঁর। ২০১৮-র মেগা নিলামে কার্তিক ৭.৪ কোটি টাকার বিনিময়ে কেকেআরে যোগ দিয়েছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন