Advertisment

কেউ নেয়নি আইপিএলে! দেশ ছেড়ে বিদেশে খেলবেন অস্ট্রেলীয় সফরের নায়ক হনুমা

চোট পাওয়ায় পরে এনসিএ-তে রিহ্যাব করে চোটমুক্ত হয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অবশ্য একদমই সফল হতে পারেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অস্ট্রেলীয় সফরে ইতিহাস গড়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। সিডনিতে রূপকথার নায়ক হয়ে উঠেছিলেন। সেই হনুমা বিহারি আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। শেষপর্যন্ত আইপিএলের সময়েই হনুমা বিদেশে খেলতে চললেন।

Advertisment

কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের সঙ্গে সই করে ফেললেন তিনি আইপিএলের সময়েই। ছয় দিনের কোয়ারেন্টাইন পর্ব সেরে হনুমা কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্ৰথম দিকে অংশ নেবেন। ইংল্যান্ডের ক্লাবের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হল।

আইপিএলের নিলামে ১ কোটি টাকা বেস প্রাইস রেখেছিলেন হনুমা বিহারি। তবে বরাবরের মত আরো একবার তাঁর হয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি বিড করেনি। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে ছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন অতীতে।

আরো পড়ুন: ধোনি না রোহিত! IPL-এ সেরার সেরা ক্যাপ্টেন কে, দুরন্ত একাদশ গড়ে বাছলেন গাভাসকার

কয়েকমাস আগে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম তিনটে ম্যাচে খেলেছিলেন তিনি। সিডনিতে চোট নিয়েই অশ্বিনের সঙ্গে রূপকথার পার্টনারশিপ গড়ে দলকে হারের মুখ থেকে বাঁচান। ৪ ঘন্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে চোট নিয়ে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। সেটাই হনুমা বিহারীর আন্তর্জাতিক স্তরে শেষ ম্যাচ। গাব্বায় সিরিজ নির্ধারণকারী ম্যাচে অবশ্য চোটের কারণে খেলতে পারেননি।

আরো পড়ুন: মৌলবাদীদের তোষন করেন সাকিব! মঈনের পর তসলিমার বোমার মুখে কেকেআরের তারকা

পরের সপ্তাহেই নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ওয়ারউইকশেয়ারের। হনুমার দল আশাবাদী সেই ম্যাচেই খেলতে পারবেন তিনি। প্রেস বিবৃতিতে ক্লাবের ক্রিকেট ডিরেক্টর পল ফারব্রেস জানিয়েছেন, "এদিন বিকালেই যুক্তরাজ্যে আসছেন হনুমা। আশা করছি ছয় দিনের কোয়ারেন্টাইন পর্ব সেরে পরের সপ্তাহে ট্রেন্টব্রিজে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ও নামতে পারবে। এত অল্প সময়ের নোটিশে ও দলে যোগ দেওয়ায় ওঁকে ধন্যবাদ।" করোনা অতিমারীর কারণে দক্ষিণ আফ্রিকান পিটার মালান ওয়ারউইকশায়ার দলে যোগ দিতে পারেননি। তাঁর পরিবর্তেই ক্লাবটি সই করিয়েছে ভারতীয় তারকাকে।

চোট পাওয়ায় পরে এনসিএ-তে রিহ্যাব করে চোটমুক্ত হয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে অবশ্য একদমই সফল হতে পারেননি। মাত্র একটাই হাফসেঞ্চুরি করেছিলেন। তারপরের পাঁচ ম্যাচে দুই অংকের রান করতেও ব্যর্থ হন। প্রথম শ্রেণির ক্রিকেটে বিহারি ৯০ ম্যাচে ৫৬.৭৫ গড়ে ৭০৯৪ রান করেছেন। অফস্পিনার হিসাবে ২৭টি উইকেটও পেয়েছেন। জাতীয় দলের হয়ে ১২টি টেস্টে হনুমা বিহারীর মোট রানসংখ্যা ৬২৪ রান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Indian Cricket Team
Advertisment