/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/ERhPatqU0AAO1VU_copy_1200x676.jpeg)
ফাফ ডুপ্লেসিসের শ্যালককে এবার স্কোয়াডে নিল ধোনির চেন্নাই সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার হার্ডাস ভিলজয়েন অবশ্য সিএসকে দলে ক্রিকেটার নয়, নেট বোলার হিসাবে যোগ দিয়েছেন।
এক সপ্তাহ হয়ে গেল চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে। এবার ভালো ফল করতে মরিয়া সিএসকে স্কোয়াডের অধিকাংশ তারকা প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়ে ঘাম ঝরাচ্ছেন। চলতি মাসের শুরুতেই চেন্নাইয়ে তারকা ক্রিকেটাররা জড়ো হয়েছিলেন। তারপরে কোভিড প্রোটোকল মেনে কোয়ারেন্টাইন পর্ব সমাপ্ত করেই অনুশীলনে নেমে পড়েছে।
আরো পড়ুন: IPL চুক্তির ৭.২ কোটি ‘জলে দিচ্ছেন’ আর্চার! ভয়ঙ্কর বিপদে পড়ল রাজস্থান রয়্যালস
অনেক আগেই চেন্নাই দলে যোগ দিয়েছিলেন এমএস ধোনি। অনুশীলনেও বড় বড় ছক্কা হাকাচ্ছেন তিনি। আম্বাতি রাইডু, রুতুরাজ গায়কোয়াড সহ বাকি তারকারাও ক্যাম্পে রয়েছেন।
এর মধ্যেই সিএসকে চমক দিল হার্ডাস ভিলজয়েনকে নেট বোলার হিসাবে সই করিয়ে। আন্তর্জাতিক বোলারদের নেট অনুশীলনে রাখার পরামর্শ দিয়েছিলেন ধোনি। তাঁর পরামর্শ মেনেই সিএসকে দলের সঙ্গে নেট অনুশীলনে দেখা গেল প্রোটিয়াজ পেসারকে। যিনি আবার সম্পর্কে সিএসকে তারকা ফাফ ডুপ্লেসিসের শ্যালক হন।
South Africa fast bowler Hardus Viljoen is one of the net bowlers of Chennai Super Kings in IPL 2021. pic.twitter.com/650VxBpjDG
— Johns. (@CricCrazyJohns) March 21, 2021
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে একটি মাত্র টেস্ট খেলেছিলেন ভিলজয়েন। সেই ২০১৬ সালে। ক্লোজড ডোর অনুশীলন হলেও সিএসকে নিজেদের অনুশীলনের ভিডিও নিয়মিত শেয়ার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেই শেয়ার করা ভিডিওতেই দেখা গিয়েছে হার্ডাস ভিলজয়েনকে।
আরো পড়ুন: IPL-এ কখনো করেননি, এবার RCB-তে সেটাই করবেন কোহলি! বড় ঘোষণা সুপারস্টারের
হার্ডাস ভিলজয়েনকে সরাসরি মূল দলে না রাখা হলেও, ব্যাক আপ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ কোনো পেসার ছিটকে গেলে তাঁর পরিবর্তে সই করানো হবে প্রোটিয়াজ তারকাকে। কোভিড প্রোটোকলের জটিলতার জন্য এখন যে কোনো ফ্র্যাঞ্চাইজি স্বল্প সময়ের নোটিশে বিদেশি ক্রিকেটার সই করাতে পারেননা। গত মরশুমেও মুম্বই ইন্ডিয়ান্স নেট বোলার হিসাবে দলে নেয় ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের পেসার আলজারি জোসেফকে।
যাইহোক, আইপিএলে অবশ্য ভিলজয়েন এবারেই নতুন নন। ২০১৯ সালের নিলামে ভিলজয়েন ৭৫ লক্ষ টাকায় যোগ দেন পাঞ্জাব কিংস দলে। সেই মরশুমে ৬ ম্যাচে ৭ উইকেট শিকার করেন। তাঁকে প্রীতির দল রিটেনও করে। তবে গত মরশুমে একটাও ম্যাচে খেলার সুযোগ হয়নি তাঁর। নিলামের আগেই পাঞ্জাব কিংস রিলিজ করে দেয় হার্ডাস ভিলজয়েনকে।
এরপরে নিলামে আর দলও পাননি তিনি। শেষ মুহূর্তে সিএসকে নেট বোলার হিসাবে সই করে তাঁকে। তিনি দলে যোগ দিলে 'জামাইবাবু' ডুপ্লেসিসের সঙ্গেই খেলবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন