Advertisment

'স্বাধীনতা' পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন সৌরভ! হাসি মুখে জানালেন সেই খবর

দ্বিতীয় পর্বের আইপিএলে বড়সড় ধাক্কা খেতে চলেছে টুর্নামেন্ট। কারণ একাধিক তারকা বিদেশিকে না পাওয়ার সম্ভাবনা প্রবল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তৃতীয় বারের মত আমিরশাহিতে আইপিএল ফিরতে চলেছে। কিছুদিন আগেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাকি টুর্নামেন্টের আয়োজন আমিরশাহিতেই হবে। চলতি বছরে আইপিএলের প্রথম ২৯টি ম্যাচ সফলভাবেই আয়োজন করেছিল বিসিসিআই। তবে বায়ো বাবলে সংক্রমণের কারণে বাকি ৩১টি ম্যাচ স্থগিত করে দিতে হয়েছিল।

Advertisment

সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করার জন্য আমিরশাহি ক্রিকেট বোর্ডের সঙ্গে একপ্রস্থ আলোচনা করতে বোর্ডের তরফে দুবাই উড়ে গিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ এবং কোষাধ্যক্ষ অরুণ ধূমল।

আরো পড়ুন: অস্ট্রেলীয় জাতীয় দলেও কুৎসিত বর্ণবিদ্বেষ! ভয়ঙ্কর অভিযোগ উসমান খোয়াজার

আর আমিরশাহি গিয়েই হাঁফ ছেড়ে বেঁচেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা, অতিমারী, লকডাউন, কোয়ারেন্টাইন বাদ পেরিয়ে স্বাভাবিক জীবন যেন খুঁজে পেয়েছেন মহারাজ। পশ্চিমবঙ্গে ঊর্ধ্বমুখী ছিল সংক্রমণ। সেই কারণে লকডাউন জারি করা হয়েছিল রাজ্য প্রশাসনের তরফে। বাড়িতে অসহায়ভাবে রাজ্যবাসী দিন গুনছেন সুদিনের অপেক্ষায়।

তবে এরমধ্যেই দমবন্ধ পরিবেশ থেকে কার্যত যেন 'স্বাধীনতা' ফিরে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মরুশহরে গিয়েই বোর্ড সভাপতি দুবাইয়ের হোটেল থেকে নিজের হাসিমুখের ছবি শেয়ার করলেন। আর ক্যাপশনেও যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারার উচ্ছ্বাস ধরা পড়েছে। মহারাজ লিখেছেন, "দুবাই আমাকে মুক্ত করে দিয়েছে,,, লকডাউন থেকে।"

publive-image

যাইহোক, মোটামুটি যা স্থির হয়েছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ এই পর্বেই বাকি আইপিএল আয়োজিত হতে চলেছে। ইংল্যান্ডে কোহলিরা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকবেন। তারপরে আমিরশাহি পাড়ি দেবেন।

তবে দ্বিতীয় পর্বের আইপিএলে বড়সড় ধাক্কা খেতে চলেছে টুর্নামেন্ট। কারণ একাধিক তারকা বিদেশিকে না পাওয়ার সম্ভাবনা প্রবল। ইংল্যান্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, আইপিএলে তাঁদের ক্রিকেটাররা অংশগ্রহণ করবে না।

টি২০ বিশ্বকাপের আগেই দু-দেশের ঠাসা আন্তর্জাতিক ক্রিকেট সূচি। এই কারণেই কেকেআর ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, সাকিব আল হাসানকে পাবে না। প্যাট কামিন্স নিজেই জানিয়েছেন, তিনি বায়ো বাবলের ধকল সয়ে আইপিএলে খেলতে পারবেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL BCCI Sourav Ganguly UAE
Advertisment