Advertisment

বিশ্বকাপে ভারতীয় শিবিরে চরম দুঃসংবাদ! খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন KKR সুপারস্টার

দু-বার জাতীয় দলে সুযোগ পেয়েও খেলতে না পারার আক্ষেপ অবশেষে মেটে শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান বরুণ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই বরুণ চক্রবর্তীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফিটনেস। বিশ্বকাপের স্কোয়াডে কেকেআরের তারকা স্পিনারকে রেখেই দল গড়েছেন নির্বাচকরা। তবে ফের একবার ফিটনেস ইস্যুতে সমস্যায় পড়েছেন মিস্ট্রি স্পিনার। দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরুণ চক্রবর্তীকে দেখা গিয়েছে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ছেন।

Advertisment

ধারাভাষ্য দেওয়ার সময় হর্ষ ভোগলেও জানিয়ে দেন, মাঠে ছেড়েছেন বরুণ চক্রবর্তী। সংবাদসংস্থা পিটিআই-য়ের প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটুর চোটে ভুগছেন তিনি। কোয়ালিফায়ার ম্যাচ না হলে বরুণকে বিশ্রামে রেখেই মাঠে নামত নাইটরা। সংবাদসংস্থাকে বরুণ চক্রবর্তী বলেছেন, "বরুণের হাঁটুর অবস্থা মোটেও ভাল নয়। যন্ত্রণায় ও বারবার কাতরাচ্ছে। টি২০ বিশ্বকাপ না হলে টিম ম্যানেজমেন্ট ওঁকে খেলানোর ঝুঁকি নিত না।"

আরও পড়ুন: শাস্ত্রীর পরে আপাতত কোচ দ্রাবিড়! বড় ঘোষণায় চমকের পথে সৌরভরা

কেকেআর ম্যাচে খোঁড়াতে দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টের শঙ্কা আরও বেড়েছে। আশা করা হচ্ছে, টি২০ বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন তারকা। রহস্য স্পিনার বরুণের ওপরে ভরসা রেখে নির্বাচকরা যুজবেন্দ্র চাহালের বদলে তাঁকে ১৫ জনের স্কোয়াডে রেখেছেন। অশ্বিন অথবা রাহুল চাহারের থেকেও প্রথম একাদশে অগ্রাধিকার পাবেন বরুণ।

এর আগেও একাধিকবার চোট আঘাতের কবলে পড়েছেন বরুণ চক্রবর্তী। গত বছর আইপিএলের পরেই অস্ট্রেলিয়া সফররত ভারতীয় টি২০ দলে জায়গা পেয়েছিলেন। তবে কাঁধে চোট পেয়ে জাতীয় দলের সঙ্গে আর যাওয়া হয়নি বরুণের। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ফের একবার সুযোগ পান। তবে ফিটনেস ইস্যুতে আবার সমস্যায় পড়েন।

আরও পড়ুন: ধোনির মতই ট্যাকটিক্যালি নিখুঁত! এই তারকাকে আরসিবির নেতা বাছার পরামর্শ ভনের

দু-বার জাতীয় দলে সুযোগ পেয়েও খেলতে না পারার আক্ষেপ অবশেষে মেটে শ্রীলঙ্কায়। দ্বীপরাষ্ট্রে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান তিনি। টিম ম্যানেজমমেন্টের আশা ফিট হয়ে দ্রুত জাতীয় দলের হয়ে টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন তিনি। এখনও পর্যন্ত চলতি আইপিএলে বরুণ চক্রবর্তী ১৮ শিকার করেছেন। শুক্রবার ফাইনালে কেকেআর নামছে সিএসকের বিপক্ষে। ফাইনালে নিজের নামের পাশে আরও শিকার জুড়তে মরিয়া তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR IPL T20 Indian Cricket Team
Advertisment