Advertisment

ধোনির মতই ট্যাকটিক্যালি নিখুঁত! এই তারকাকে আরসিবির নেতা বাছার পরামর্শ ভনের

চলতি আইপিএলেই শেষবারের মত নেতৃত্ব দিতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবার কোহলির পরের নেতা কে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে আরসিবি দলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিরাট কোহলির পরে আরসিবি নেতা হিসেবে জস বাটলারকে ভাবতে পারে। মাইকেল ভন সরাসরি এমনই কথা জানালেন। আরসিবিতে নয় বছর পর নেতৃত্ব ছাড়লেন কোহলি। কেকেআরের কাছে প্লে অফে হেরে ছিটকে গিয়েছে কোহলির দল। তারপরে মাইকেল ভন বললেন, ধোনির মতই কোহলিকে একই দলে নিয়ে নেতৃত্ব দিতে পারবেন বাটলার।

Advertisment

রাজস্থান রয়্যালস অবশ্য বাটলারকে ছেড়ে দেবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয়ে ভন। এমনিতে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে মর্গ্যানের ডেপুটি বাটলার। টেস্টে বেন স্টোকসের অনুপস্থিতিতে সহ অধিনায়কত্বের দায়িত্বও সামলান তিনি। আমিরশাহি পর্বে না খেললেও রাজস্থান রয়্যালস স্কোয়াডে গুরুত্বপূর্ণ সদস্য বাটলার।

আরও পড়ুন: ওঁকে আর শ্রদ্ধা করি না! কিংবদন্তি এমব্রোজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন গেইল

ভন ক্রিকবাজে জানিয়েছেন, "আরসিবিকে এমন একজনের নাম জানাতে চাই যে সম্পূর্ণ অন্য ফ্র্যাঞ্চাইজির। ওঁকে হয়ত সেই ফ্র্যাঞ্চাইজি রিটেনও করবে। তবে আমি চাই জস বাটলার বেঙ্গালুরুতে গিয়ে দলকে নেতৃত্ব দিক। ধোনির মতই ক্রিকেটীয় প্রজ্ঞা রয়েছে ওঁর। সেই নিয়ে আমার কোনও সন্দেহই নেই।"

"ইংল্যান্ডের জাতীয় দলে মর্গ্যানের নেতৃত্বে ও খেলছে। ট্যাকটিক্যালি ও একদম নিখুঁত। জানি না ওঁকে নিয়ে রাজস্থান কী ভাবছে। তবে ব্যক্তিগতভাবে চাইব আরসিবি ক্যাম্পে যাক বাটলার। সেখানে উইকেটের পিছনে দাঁড় করিয়ে আরসিবি যেন ওঁর হাতে নেতৃত্ব তুলে দেয়।" বলেছেন ভন।

ভনের বক্তব্য, কোহলিকে সামলানোর জন্য একদম জবরদস্ত ব্যক্তিত্বপূর্ণ ক্রিকেটারের প্রয়োজন। ক্রিকবাজ-কে ভন সেই কারণে বলেছেন, "আরসিবির নেতা হিসেবে এমন একজনকে বাছা উচিত যে আরসিবিতে গিয়ে কোহলিকে নেতৃত্ব দিতে পারবে। কোহলি আগে ক্যাপ্টেন ছিল। এখন ও দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে খেলবে। যাঁরা নেতৃত্ব ছেড়ে দেয় সকলেই বলে- একজন সাধারণ ক্রিকেটার হিসাবে দলে থাকব। তবে এটা ভীষণই শক্ত। তাই আরসিবির নেতা হিসেবে একজনকে চাই যে কোহলিকে সামলাতে পারবে। সেই কাজ জস বাটলার পারবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Virat Kohli Royal Challengers Bangalore Jos Buttler IPL
Advertisment