Advertisment

রাসেলের জন্মদিন ফিকে পৃথ্বীর বিস্ফোরণে! মোদির স্টেডিয়ামে কলঙ্কের হার কেকেআরের

ফের একবার ব্যর্থ কেকেআরের ব্যাটিং অর্ডার। দিল্লির বিরুদ্ধে মাত্র ১৫৪ তুলে যে জেতা সম্ভব নয়, তা স্পষ্ট হয়ে যায় ম্যাচের প্রথমার্ধেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেকেআর: ১৫৩/৬ (২০ ওভার)

Advertisment

দিল্লি ক্যাপিটালস: ১৫৬/৩ (১৬.৩ ওভার)

জন্মদিন। তাই স্মরণীয় করে রাখতে ঝড় তুলতে চেয়েছিলেন। ২৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসও খেলেছিলেন। তবে আন্দ্রে রাসেলের জন্মদিনের মঞ্চে টর্নেডো তুললেন পৃথ্বী শ। আর তাতে শেষ কেকেআর। কেকেআর আবার হার! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর হারল লজ্জাজনক ভাবে। ৯ উইকেটে। নাইটদের ১৫৩ রানের টার্গেট তাড়া করল দিল্লি হাতে ৭ উইকেট নিয়ে। হাতে ২১ বল নিয়ে। ১৬.৩ ওভারেই ম্যাচ ফিনিশ!

পৃথ্বী শ-এর ৪১ বলে ৮২ রানের ইনিংসের আগেই অবশ্য ম্যাচ হেরে গিয়েছিল কেকেআর। প্রথমার্ধেই। রাসেলের ৪৫ এবং ফর্মে ফেরা শুভমান গিলের ওয়ানডে-র ধাঁচে ৩৮ বলে ৪৩ রান বাদ দিলে কেকেআরের ব্যাটিং লক্ষ্মীবারে দাঁড়াতেই পারল না দিল্লির কাছে। সুনীল নারিন, ইয়ন মর্গ্যান জোড়া ডাক করলেন। নীতিশ রানা (১৫), রাহুল ত্রিপাঠি (১৯), দীনেশ কার্তিক (১৪), প্যাট কামিন্স (১১) কেউই টানতে পারলেন না কেকেআরের ব্যাটিংকে। রাসেল একা কত টানবেন!

আরো পড়ুন: অক্সিজেন যুদ্ধে শচীনের ১ কোটি! আরো একবার হৃদয়ের সিংহাসনে মাস্টার ব্লাস্টার

স্কোরবোর্ডে মাত্র ১৫২ তোলার পরেই কার্যত হার নিশ্চিত হয়ে যায় কেকেআরের। জয়ের সামান্যতম সংশয়ই যেন রাখলেন না পৃথ্বী শ। জাতীয় দল থেকে বাদ পড়ার পর মুম্বইয়ের তরুণ তুর্কি ফিরেছিলেন বিজয় হাজারেতেই। তারপর আইপিএল।

এদিন পৃথ্বীর তেজ পুরোটাই আছড়ে পড়ল কেকেআরের ওপর। শিখর ধাওয়ান (৪৭ বলে ৪৬) যেখানে অনেকটাই সাবধানী, সেখানে কামিন্স-নারিনদের ওপর শুরু থেকেই চড়াও হলেন পৃথ্বী। এতটাই এদিন দাপট ছিল তরুণ তুর্কির যে মাভি-র এক ওভারে টানা হাফডজন বাউন্ডারি হাঁকালেন। নিজের ৪১ বলে ৮১ রানের ইনিংসে তুলকালাম করলেন ১১টা বাউন্ডারি সহ তিনটে ওভার বাউন্ডারি হাঁকিয়ে।

ওপেনিং জুটিতে ১৩২ তুলে দেওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় কেকেআর লজ্জার হারের সামনে দাঁড়িয়ে। শেষদিকে দিল্লি ইনিংসে প্যাট কামিন্স পরপর তিনটে উইকেট তুললেও চাপ হয়নি। স্টোইনিস (৩ বলে ৬) এবং ঋষভ পন্থ (৮ বলে ১৬) দলকে সীমানায় পৌঁছে দেন।

কেকেআর: নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ, শিমরণ হেটমায়ার, মার্কাস স্টোয়িনিস, ললিত যাদব, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, আবেশ খান, ইশান্ত শর্মা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR IPL Delhi Capitals
Advertisment