Advertisment

ইডেনে খেলবে না KKR! IPL-এ নাইটদের পূর্ণাঙ্গ সূচি জানুন

আসন্ন টুর্নামেন্টের বড় আকর্ষণ প্রতিটি দলকেই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে। কোনো দলই নিজেদের হোম ভেন্যুতে খেলার সুযোগ পাবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলের সূচি রবিবারই প্রকাশ করে দিল বিসিসিআই। তবে সুচিতে রয়েছে একাধিক চমক। যেমন কোনো দলই হোম ভেন্যুতে লিগ ম্যাচ খেলার সুযোগ পাবে না। সেই নিয়মেই এবার ইডেনে ১০টি লিগ ম্যাচ হলেও একটি ম্যাচেও কেকেআরকে দেখা যাবে না। চারটে নিউট্রাল ভেন্যুতে হবে লিগ পর্বের সমস্ত ম্যাচ।

Advertisment

কেকেআর এবার গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ খেলবে চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ এবং বেঙ্গালুরুতে।

আরো পড়ুন: বুমরার রেকর্ড ভেঙে দিয়েছিলেন, তাঁর গলাতেই মালা দিচ্ছেন আফ্রিদির মেয়ে

৫৬টি লিগ ম্যাচের মধ্যে চেন্নাই, মুম্বই, কলকাতা এবং বেঙ্গালুরুতে ১০টি করে ম্যাচ হবে। আহমেদাবাদ এবং দিল্লিতে হবে ৮টি করে ম্যাচ।

বোর্ডের তরফে জানানো হয়েছে সূচি এমনভাবেই সাজানো হয়েছে যাতে প্রতিটি দল মাত্র তিনবার ভেন্যু বদলে খেলবে লিগ পর্বে খেলার সময়। আপাতত ঠিক হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। পরে পরিস্থিতি বিবেচনা করে দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হতে পারে।

দেখুন কেকেআরের পূর্ণাঙ্গ সূচি

১১ এপ্রিল: কেকেআর বনাম হায়দরাবাদ (চেন্নাই, ৭.৩০)

১১৩ এপ্রিল: কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (চেন্নাই, ৭.৩০)

১৮ এপ্রিল: কেকেআর বনাম ব্যাঙ্গালোর (চেন্নাই, ৩.৩০)

২১ এপ্রিল: কেকেআর বনাম চেন্নাই (মুম্বই, ৭.৩০)

২৪ এপ্রিল: কেকেআর বনাম রাজস্থান (মুম্বই, ৭.৩০)

২৬ এপ্রিল: কেকেআর বনাম পঞ্জাব (আমদাবাদ, ৭.৩০)

২৯ এপ্রিল: কেকেআর বনাম দিল্লি (আমদাবাদ, ৭.৩০)

৩ মে: কেকেআর বনাম ব্যাঙ্গালোর (আমদাবাদ, ৭.৩০)

আরো পড়ুন: বল ছুড়ে রুটের গোপনাঙ্গে আঘাত! সঙ্গেসঙ্গেই ক্ষমা চাইলেন বিরাট, রইল ভিডিও

৮ মে: কেকেআর বনাম দিল্লি (আমদাবাদ, ৩.৩০)

১০ মে: কেকেআর বনাম মুম্বই (বেঙ্গালুরু, ৭.৩০)

১২ মে: কেকেআর বনাম চেন্নাই (বেঙ্গালুরু, ৭.৩০)

১৫ মে: কেকেআর বনাম পঞ্জাব (বেঙ্গালুরু, ৭.৩০)

১৮ মে: কেকেআর বনাম রাজস্থান (বেঙ্গালুরু, ৭.৩০)

২১ মে: কেকেআর বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু, ৩.৩০)

সবমিলিয়ে কলকাতা নাইট রাইডার্স এবছর চেন্নাইয়ে ৩টি, মুম্বইয়ে ২টি, আমদাবাদে ৪টি ও বেঙ্গালুরুতে ৫টি লিগ ম্যাচ খেলবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Kolkata Knight Riders IPL
Advertisment